(১৪৬) # ১০৭ জনের চলাচলে নজর

Thursday, February 10, 2011 Unknown
গোয়েন্দা সূত্র জানিয়েছে, এটা দ্বিতীয় পর্যায়ের নজরদারি। প্রথম পর্যায়ে ১০৭ জনের চলাচলে নজর রাখা হয়েছিলো। দু’সপ্তাহ নজরদারির পর শেয়ারবাজার কারসাজির সঙ্গে ৫৭ জনের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। তাদের নামের তালিকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তদন্ত কমিটি প্রধান ড. খন্দকার ইব্রাহিম খালেদের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্তকাজে জড়িত এক গোয়েন্দা কর্মকর্তা জানান, শেয়ারবাজার কারসাজির নেপথ্য নায়করা অনেকেই নজরদারির বিষয়টি টের পেয়ে দেশ ত্যাগের চেষ্টা করছেন। গত সোম ও মঙ্গলবার এরকম দু’টো প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন গোয়েন্দারা। সোমবার চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বির্তকিত ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে ও মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াকুব আলীকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

Blog Archive