(২৫৫) বিরোধীতা করেন বলে অর্থমন্ত্রী

Thursday, February 10, 2011 Unknown
USB slotদীর্ঘ ৯ মাসে পর অর্থমন্ত্রীর কথার সঙ্গে একমত হলেন ডিএসই’র প্রেসিডেন্ট শাকিল রিজভী। অবশেষে ডিএসই’র বিকেন্দ্রীকরণের কাজ শুরু করার কথা বললেন তিনি।

 Business Forum এর আগে ডিএসই’র সভাপতি নির্বাচিত হওয়ার সময় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে এর বিরোধীতা করেন শাকিল রিজভী।


অর্থমন্ত্রী ডিএসই’কে বিকেন্দ্রীকরণের কথা বললে ডিএসই’র প্রেসিডেন্ট এর বিরোধীতা করেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই গত সোমবার একটি অনুষ্ঠানে অভিযোগ করেন।


অর্থমন্ত্রী আরো বলেন, বাজার অস্থিতিশীলতার জন্য কিছুটা ডিএসইও দায় রয়েছে।


তিনি বলেন, ডিএসই’র সদস্যরাই শেয়ার কেনা-বেচা করার কারনেই এমনটি হয়েছে। তাই ডিএসই’কে বিকেন্দ্রীকরণ করা হলে এর কোনো প্রভাব বাজারে পরবেনা।


বুধবার দুপুরে ডিএসই’র প্রেসিডেন্ট শাকিল রিজভী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ডিএসইর বিকেন্দ্রীকরণের কাজ চলছে।’


মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ২ ফেব্রুয়ারি ডিএসইর বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসইসিতে এ ব্যাপারে একটি চূড়ান্ত খসড়া জমা দেওয়া হয়েছে।

Blog Archive