➤ ৩টি আসনে জাপার তিন প্রার্থী- JP-EelectionBD-Politics

Sunday, December 15, 2013 Other
দশম জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীর আসনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪। অর্থাৎ অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণের আর প্রয়োজন নেই। ১৫১টি আসনে ১৫১ জনের নামের সাথে আরো ৩টি আসনসহ জাতীয় পার্টির ৩ জন একক প্রর্থীর নাম এ তালিকায় যোগ হয়েছে। নতুন তিন আসনে ৩ প্রার্থী হলেন- নীলফামারী-৪ আসনে মো. শওকত আলী (জাপা), রংপুর-১ আসনে মশিউর রহমান (জাপা) এবং ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইসলাম (জাপা)।   দেশের প্রায় সাড়ে ৯ কোটি ভোটারের মধ্যে সাড়ে চার কোটিরও বেশি ভোটারের এবার ভোট দেওয়ার দরকার পড়ছে না। বাকি অর্ধেক ভোটারের পছন্দের ক্ষেত্রও অনেক সংকুচিত। প্রধান বিরোধী দল বিএনপিসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল এই নির্বাচনে অংশ না নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। দেশের বিশিষ্ট নাগরিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা ইলেকশন নয়, সিলেকশন।  গতকাল শনিবার রাত ৮টায় পাওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্যানুসারে একক বৈধ প্রার্থীর ১৫১টি আসনের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রয়েছে ১২৭, জাতীয় পার্টির ১৮, জাতীয় পার্টি-জেপির ১, জাসদের ৩ এবং ওয়ার্কার্স পার্টির ২টি। এরপর ওই নতুন তিনটি আসনে তিনজন প্রার্থীর নাম যোগ হলো।

Blog Archive