➤ দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

Sunday, December 15, 2013 Other
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দুটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার দলের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব শর্তের কথা জানিয়েছেন।  শুক্রবার রাত পৌনে আটটার দিকে বারিধারায় তার বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ।   তিনি বলেন, 'আমার দলের কয়েকজন মন্ত্রী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা তফসিলের সময় ১০ দিন বাড়ানো ও সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে তার কাছে আবেদন করেছেন। তা যদি হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।'  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, '১০ দিন বাড়ানোর পরও সব দল নির্বাচনে না এলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। আমি আমার সিদ্ধান্তে অনড় ও অটল আছি।'   নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও পদত্যাগ করতে বলেন এরশাদ। এর পর পরই চারজন তার হাতে পদত্যাগপত্র জমা দেন।   তবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু এখনো পদত্যাগপত্র জমা দেননি বলে জানান এরশাদ।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাদের পদত্যাগপত্র এখনো হাতে আসেনি, আশা করছি পেয়ে যাব। আমার দলের কোনো কোন্দল নেই।'

Blog Archive