শেয়ার লভ্যাংশ # শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ ইস্টার্ন ক্যাবলস

Monday, December 09, 2013 Other
শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ পেতে অতিরিক্ত ২২ টাকা খরচ করলেন বিনিয়োগকারীরা। গতকাল প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলসের শেয়ারে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেতে অতিরিক্ত এ অর্থ বিনিয়োগ করেছেন তারা। এদিন ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল ১০৭ টাকা ২০ পয়সা। এতে একদিনে ২৬ শতাংশ বেশি দরে শেয়ারটি কেনাবেচা হয়। ইস্টার্ন ক্যাবলসের পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। আর এ লভ্যাংশ ঘোষণার সংবাদে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের ৮৪ টাকা ৯০ পয়সা থেকে ১০৭ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। এ হিসাবে একদিনে শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৩০ পয়সা। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন এ কোম্পানির মৌলভিত্তি অনুযায়ী বিনিয়োগকারীদের এত বেশি দরে শেয়ার কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত দুই বছরের মধ্যে শেয়ারটি বর্তমানে সর্বোচ্চ দরে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ২০১২ সালের জন্যও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়। তবে এবার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণায় ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে আসার সুযোগ তৈরি হয়েছে। এতে শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ে। এদিকে ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ১০ পয়সা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৪১ শতাংশ কমেছে। প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪১ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৭০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ২৯ পয়সা। গত দুই বছরের মধ্যে এর সর্বনিম্ন দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০ কোটি ও পরিশোধিত মূলধনের পরিমাণ ২৪ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২১ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার ২ কোটি ৪০ লাখ; যার মধ্যে সরকার ৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৯ শতাংশ। এর প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও ১০০টিতে মার্কেট লট।

Blog Archive