শেয়ার-এজিএম-AGM-প্রিমিয়ার সিমেন্ট-নতুন ঘোষণা অনুযায়ী ১৭ ডিসেম্বর চট্টগ্রামের খালেদ রোডে চিটাগং ক্লাবে

Tuesday, December 10, 2013 Other
অনিবার্য কারণবশত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ১৭ ডিসেম্বর চট্টগ্রামের খালেদ রোডে চিটাগং ক্লাবে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এর কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৪৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ৬০ পয়সা। ডিএসইতে গতকাল এ শেয়ারের দর বাড়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ১০৬ টাকা ১০ পয়সায়। দিন শেষে দর দাঁড়ায় ১০৪ টাকা ২০ পয়সা, যা আগের কার্যদিবস ছিল ১০১ টাকা ৬০ পয়সা। গতকাল ১ হাজার ৪২৯ বারে কোম্পানিটির মোট ৮ লাখ ৭৪ হাজার ৬০০ শেয়ার লেনদেন হয়। গত এক মাসে এর সর্বোচ্চ দর ছিল ১০৮ টাকা ২০ পয়সা ও সর্বনিম্ন ৯৬ টাকা ৯০ পয়সা। গত ছয় মাসের মধ্যে এর সর্বোচ্চ দর ছিল ১৪৯ টাকা ৩০ পয়সা ও সর্বনিম্ন ৯৫ টাকা ৫০ পয়সা। এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। এর রিজার্ভের পরিমাণ ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা। 

Blog Archive