,

শেয়ারবাজারে আজ কি হচ্ছে-Share Market Today

Sunday, November 10, 2013 Other
দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন চলছে। এর আগে গত সপ্তাহের পাঁচ দিনই সূচক বেড়েছে। আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা চার দিনের হরতারের প্রথম দিনে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ওঠানামা আরও দ্রুত গতিতে চলতে থাকে। বর্তমানেও প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) এই ধারা বজায় রয়েছে। অর্থ্যাত্ সূচক কখনও বাড়ছে আবার কখনও কমছে। সূচকের ওঠানামা সত্ত্বে দেড় ঘণ্টা শেষে উভয় বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে সার্বিক লেনদেনে মন্দাভাব দেখা যাচ্ছে। দেড় ঘণ্টায় প্রধান বাজার ডিএসইতে ১১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০৬ দশমিক ৭১ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল সাড়ে ১১টায় সূচক ২২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২২ দশমিক ৯৮ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এদের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ড বিক্রি হয়েছে ৪ কোটি ১২ লাখ ২৪ হাজার ৪৪৬টি।এই সময়ের মধ্যে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, অ্যাক্টিভফাইন কেমিক্যাল, বেক্সিমকো, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক ও পদ্মা অয়েল। এদিকে, দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)ও একইভাবে লেনদেন চলছে। দুপুর ১২টায় সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৬ দশমিক ৭১ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল সাড়ে ১১টায় সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৬ দশমিক শুন্য ৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ সময় পর্যন্ত সিএসই’তে লেনদেন হয়েছে মোট ১৭৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১১ কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ৯ হাজার ৯৫৮ টাকা। হাতবদল হওয়া শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ডের পরিমাণ ৭২ লাখ ৪০ হাজার ৮৮৫টি।এই সময়ের মধ্যে সিএসই’র লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো, পদ্মা অয়েল, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক ও ফার্স্ট লিজ ফিন্যান্স। - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/10/21888#sthash.tswkpZBH.dpuf

Blog Archive