বাংলালিংক থ্রিজির যাত্রা শুরু - Banglalink 3G

Saturday, October 12, 2013 Other

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক বাণিজ্যিকভাবে তাদের থ্রিজির যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে এই সেবা ঢাকার গুলশান, বনানী, ওল্ড ডিওএইচএস, বারিধারা ও মতিঝিল এবং চট্টগ্রামের আগ্রাবাদে কার্যকর হবে। গ্রাহকরা তাদের থ্রিজি উপযোগী ডিভাইস থেকে বিভিন্ন ধরনের প্যাকেজে নিজেদের পছন্দ অনুযায়ী সাবস্ক্রাইব করতে পারবে। শুধু প্যাকেজ সাবস্ক্রাইবের মাধ্যমে সব টুজি গ্রাহক এই থ্রিজি সেবা কার্যকর করতে পারবে সিম পরিবর্তন ছাড়াই। *৫০০০# এ ডায়াল করে সব থ্রিজি প্যাকেজ কার্যকর করা যাবে। বাংলালিংক থ্রিজি সাবস্ক্রাইবার ভিডিও কলও করতে পারবে খুব সহজে। বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই অপারেটরের গ্রাহকরা স্যামসাং শোরুম থেকে হ্যান্ডসেট ক্রয়ে বিশেষ ছাড় পাবে। এ ছাড়া গুলশান ও মতিঝিল কাস্টমার কেয়ার সেন্টার থেকে বিশেষ মাসিক কিস্তিতে স্যামসাং গ্যালাঙ্ িনোট থ্রি কেনা যাবে। এ উপলক্ষে বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, "সত্যিকার অর্থেই এটি আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। বাংলালিংক থ্রিজি-এর 'নতুন কিছু করো' স্লোগানের মাধ্যমে মোবাইল ইন্টারনেট বাজার পুনর্নির্মাণে থ্রিজি সেবা সবার হাতে হাতে পেঁৗছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির প্রচলন ও ব্যবহারে বাংলালিংক সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা এ দেশের সম্মানিত গ্রাহকদের পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তৃতীয় প্রজন্মের প্রযুক্তি সফল করার প্রক্রিয়ায় জড়িত সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই সম্মানিত গ্রাহকদের উন্নত প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া সব সহকর্মীকে।"

Blog Archive