Singer Bangladesh Cash Dividend

Tuesday, May 01, 2012 Unknown

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০১১ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকায় ট্রাস্ট মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রাহমাতউল্লাহ, পরিচালক গেলর্মাট গেলইকানাও, গেভিন জে ওয়াকার, সি কে হায়দার ও সাজিদুর রহমান খান, পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা আকরাম উদ্দিন আহমেদ এবং পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগের বছরের তুলনায় ২০১১ সালে সিঙ্গার বাংলাদেশের বিক্রি বেড়েছে ১৩.১%। আলোচ্য বছরে কোম্পানির পরিচালন মুনাফাও আগের বছরের চেয়ে বেড়েছে। ২০১১ সালে কোম্পানি আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর বাবদ জাতীয় রাজস্ব তহবিলে মোট ২০১ কোটি টাকা প্রদান করেছে। সিঙ্গার বাংলাদেশ ২০১১ সালে ৩০টি নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে এবং চলতি ২০১২ সালে আরও ৩০টি খোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।   ::::  

Blog Archive