Market moved positively after 5 days

Tuesday, May 01, 2012 Unknown

টানা পাঁচ দিন পতনের পর গতকাল সোমবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৭.৬৬ পয়েন্ট বেড়ে ৫০৯৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পাঁচ দিনের দরপতনে ডিএসইর সূচক পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি এসে পেঁৗছেছিল। এখান থেকে বাজারের আর নিচের নামার সুযোগ ছিল না। বেশির ভাগ কম্পানির শেয়ার স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসায় অনেক বিনিয়োগকারী আবার বিনিয়োগ শুরু করেন গতকাল। তাই শুরুতেই বাজারের বেশির ভাগ কম্পানির দর বাড়ে। তাতে বিনিয়োগকারীদের মধ্যে আবার প্রত্যাশার জন্ম নেয়। তার প্রভাবেই ঘুরে দাঁড়ায় বাজার। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে লেনদেন হওয়া ২৬৪টি কম্পানির সাত কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৬১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৯১৯ টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৪৩ লাখ টাকা বেশি। ঢাকা স্টক এঙ্চেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৭.৬৬ পয়েন্ট বেড়ে ৫০৯৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬৪টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কম্পানির শেয়ারের দাম। গতকাল ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল_দুই লাখ ৬৫ হাজার ৯১৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৭৬১ টাকা। আইডিএলসির এক গবেষণায় দেখানো হয়েছে, সব কয়টি খাতই মূল্যবৃদ্ধির ধারায় ছিল। সাধারণ বীমা খাতের কম্পানিগুলোর দাম বেড়েছে ৩.৯৬ শতাংশ। জীবন বীমা খাতের খাতের কম্পানিগুলোর মূল্যবৃদ্ধির হার ছিল ২.২৫ শতাংশ। লেনদেনের ভিত্তিতে গতকালের প্রধান ১০টি কম্পানি হলো_যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেঙ্মিকো লিমিটেড, বেঙ্মিকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, তিতাস গ্যাস ও জিপিএস ইস্পাত। মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কম্পানিটি হলো_নর্দান ইনস্যুরেন্স, আইডিএলসি, অগি্ন সিস্টেম, গোবাল ইনস্যুরেন্স, তালু স্পিনিং, কোহিনূর কেমিক্যাল, উসমানিয়া গাস, তাক্কাফুল ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কম্পানি হলো_পপুলার লাইফ, এমজেএল বিডি, স্যালভো কেমিক্যাল, ঢাকা ইনস্যুরেন্স, তৃতীয় আইসিবি, মেট্রো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, বিএসআরএম স্টিল, মুন্নু স্টাফলার ও আইসিবি।   ::::  

Blog Archive