(১৩৫৭) পরিকল্পনা নিয়ে বৈঠক করবে //লাইক প্লিজ//

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য পদে সদ্য নিয়োগ পাওয়া আমজাদ হোসেন আরিফ খান সোমবার কাজে যোগ দিয়েছেন

এসইসির পুনর্গঠনের অংশ হিসেবে রোববার দু’জনকে নিয়োগ দেয় সরকার

এর আগে এসইসির চেয়ারম্যান পদে . এম খায়রুল হোসেন সদস্য পদে হেলাল উদ্দিন নিজামীকে নিয়োগ দেওয়া হয়

নিয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে মোট জন সদস্য নিয়োগ পেলেন

নতুন দুই সদস্যকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এসইসি পুনর্গঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হয় এর ফলে এসইসির কোরাম সঙ্কটও কেটে যায়

সম্প্রতি পুঁজিবাজারে মহাবিপর্যয়ের পর কোরাম সঙ্কটের কারণে এসইসি কোনও ভূমিকাই পালন করতে পারছিল না

রোববার এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বাংলানিউজকে বলেছিলেন, ‘এসইসি এখন পুনর্গঠিত হয়েছে আশা করছি এসইসির দুই সদস্য কালই (আজ সোমবার) যোগ দিবেন আমরা মুহূর্তে একটি কর্মপরিকল্পনা তৈরি করছি।’

কোরাম পূর্ণ হওয়ায় কাজ আরও সহজ হয়েছে দাবি করে তিনি বলেন,‘তিনটি ধাপে আমরা কাজ করবো স্বল্প, মধ্য দীর্ঘমেয়াদি।’

চলতি সপ্তাহের মধ্যেই এসইসি নতুন দুই সদস্যের উপস্থিতিতে পরিকল্পনা নিয়ে বৈঠক করবে বলে জানান তিনি

Blog Archive