(১৩৬৭) মিউচুয়াল ফান্ডের পজিটিভ || LIKE PLEASE ||

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: মিউচুয়াল ফান্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ করেছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএএমসি) আজ সোমবার এসইসির নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করা হয়
বৈঠক শেষে এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইওয়ার সাইদ সাংবাদিকদের বলেন, মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এর আগে এটা নিয়ে কেলেঙ্কারি হয়েছে সুতরাং মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট নিয়ে কেলেঙ্কারির ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে ছাড়া কমিশনকে চাপ নৈতিকতার সঙ্গে আপস না করার আহ্বান জানানো হয়
বৈঠক শেষে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের বলেন, ‘এএএমসির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবনাগুলো আমরা ইতিবাচক হিসেবে দেখছি পর্যায়ক্রমে তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।’
বৈঠকে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, নবনিযুক্ত সদস্য আরিফ খান আমজাদ হোসেন এবং এএএমসির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ইমাম ছাড়াও আইসিবি, এলআর গ্লোবাল, এইমস প্রাইম অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা অংশ নেন

Blog Archive