(১৭৮৬) ধরা খাইছে...!!!

Friday, September 09, 2011 Unknown

শেয়ারবাজার   ::::  নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কমে প্রিমিয়াম নেওয়ায় অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, আইন লঙ্ঘন করায় অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানিকে সব মিলিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। ভবিষ্যতে কেউ লঙ্ঘন করলে তাদের পরিণতিও একই রকম হবে বলে উল্লেখ করেন তিনি।
আইন লঙ্ঘনের দায়ে অগ্রণী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে তিন লাখ টাকা, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেনকে এক লাখ টাকা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও দিলকুশা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মুন্সী আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইডিআরএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক শুনানিতে কোম্পানিটি ও এর দুজন কর্মকর্তাকে জরিমানা করা হয়।
জানা গেছে, কম ট্যারিফ হারে বিমা করা হলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, সরকার কম কর পায় এবং শেয়ারধারীরাও বঞ্চিত হন। দীর্ঘদিন ধরে বিষয়টি চলে আসায় তা প্রতিরোধে সম্প্রতি তাগিদ অনুভব করে আইডিআরএ। তারই অংশ হিসেবে গত ১৮ আগস্ট আইডিআরএ দেশের সব সাধারণ বিমা কোম্পানির উদ্দেশে একটি প্রজ্ঞাপন জারি করে।

Blog Archive