(১৭৮৪) বাজারের জন্য এটি খুবই ইতিবাচক ইঙ্গিত

Friday, September 09, 2011 Unknown

যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এ হাফিজ  বলেন, ‘বাজারে এখন প্রবল তারল্যসংকট রয়েছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থার সংকট তো আছেই। বাজারে এখন ক্রেতা পক্ষ খুবই দুর্বল। আবার একটানা দরপতনের কারণে ব্যাপক লোকসানের মুখে পড়ে অনেকেই শেয়ার ধরে রেখেছেন।’
সাময়িকভাবে এই চিত্র কিছুটা হতাশাজনক হলেও বাজারের জন্য এটি খুবই ইতিবাচক ইঙ্গিত বলে মনে করেন মোহাম্মদ এ হাফিজ। তাঁর মতে, এখন যদি বাজারে কেউ বিনিয়োগ করেন, তাঁর লোকসানের ঝুঁকি খুবই নগণ্য।
মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘বাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হতে হবে।’

Blog Archive