(১৪৬৮) দমাতে পারেনা কিছুই

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: হরতালের মধ্যেও লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে ১৫ পয়েন্ট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি জামায়াতে ইসলামীর ডাকে রোববার দিনব্যাপী হরতাল চলছে

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেস হাউসগুলো লেনদেনে অংশ নেওয়ায় বাজার সচল রয়েছে বলে জানিয়েছেন ডিএসই' উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান

তিনি  বলেন, "২১৬টি ব্রোকারেস হাউসের মধ্যে ২১৩টিই সকাল ১১টার আগেই লগইন করেছে তাই যথারীতি সকাল ১১টায় লেনদেন শুরু হয়েছে"

দুপুর ১টা ২৮ মিনিটে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়ায় ৫৮৭৮ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেশি

ওই সময় পর্যন্ত ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয় গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫০৭ কোটি টাকা

লেনদেন হওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির, ১৮টির দাম অপরিবর্তিত ছিলো

Blog Archive