(১৪৭৮) বিনিয়োগে আগ্রহী

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাশাপাশি সে দেশের অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যবসা ¤প্রসারণের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি

রোববার বাংলাদেশ শিল্প বণিক সমিতির (এফবিসিসিআই) কার্যালয়ে এক বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী শেখ লুবনা খালিদ আল কাশিমী বলেন, তার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ

বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের পণ্য সেবা বিনিয়োগের জন্য একটি বড় বাজার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি

"আমাদের ব্যবসায়ীরা আপনাদের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোটেল পর্যটন খাতে ব্যবসা করতে আগ্রহী একইসঙ্গে আপনাদের উদ্যোগের জন্যও অপেক্ষা করছি আমরা"

বাংলাদেশের টেলিযোগাযোগ, ব্যাংকিং, সিরামিকস, আবাসন, নির্মাণ ওষুধ শিল্পে পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান

পারস্য উপসাগরীয় এই দেশটি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেরও দ্বিতীয় বৃহত্তম উৎস ২০০৯-১০ অর্থবছরে দেশে আসা মোট রেমিটেন্সের ১৭ দশমিক ২০ শতাংশ পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা

বর্তমান সরকারের 'ভিশন ২০২১' পরিকল্পনা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনেও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে বলে আল কাশিমী জানান

"আমাদের দক্ষতা সম্পদ দিয়ে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দিতে পারি আমরা"

দুই দেশের সম্পর্কের উন্নয়নে বাণিজ্য বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি

আল কাশিমী বলেন, "হাতে হাত ধরে কাজ করলে আমরা দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারবো এভাবে আমরা আরো বেশি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করতে পারবো, যা দুই দেশেরই সমৃদ্ধির লক্ষ্য পূরণে সহায়ক হবে"

বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের অটোমোবাইল নিত্যপণ্যের ব্যবসায় সাফল্য পেয়েছে উল্লেখ করে আল কাশিমী বলেন, চেষ্টা করলে অন্য অনেক খাতেও ব্যবসা ¤প্রসারণ করতে পারেন বাংলাদেশি ব্যবসায়ীরা

বাংলাদেশি ব্যবসায়ীদের সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ব্যবসা করার আহ্বান জানিয়ে এই মন্ত্রী বলেন, "বাংলাদেশিরা বিনিয়োগ ব্যবসা ¤প্রসারণ করতে চাইলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন"

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে লুবনা খালিদ আল কাশিমী বলেন, "পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা বলতেই আমার এই সফর"

প্রধানমন্ত্রীর ওই সফরে এফবিসিসিআইয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়

২০০৯-১০ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতে কোটি ৫৮ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ আর চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে কোটি ১৬ লাখ ডলারের পণ্য এই সময়ে আমদানি করা হয়েছে ২৪ কোটি ১৭ লাখ ডলারের পণ্য

এফবিসিসিআই সভাপতি কে আজাদ অনুষ্ঠানে বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা ¤প্রসারণের যথেষ্ট সুযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের সামনে রয়েছে

আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "যে কোনো প্রকারেই হোক, আমাদের বিনিয়োগ প্রয়োজন"

অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রী ফারুক খান প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে অংশ নেন

Blog Archive