(১৫০৮) ইনভেস্টর ফোরাম অব চিটাগং

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারবান্ধব বাজেট ঘোষণার দাবিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টর ফোরাম অব চিটাগং

দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়

মানববন্ধন শেষে এক সমাবেশে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ১১ দফা দাবি তুলে ধরেন

এসব দাবির মধ্যে রয়েছে, পুঁজিবাজারকে চাঙ্গা করতে বাজেটে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া, তারল্য সংকট দ্রুত নিরসনে ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে যে মুনাফা করেছে তা পুঁজিবাজারে পুনঃবিনিয়োগে বাধ্য করা এবং অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসইসি মার্চেণ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সংকোচনমূলক মুদ্রানীতি বাদ দিয়ে শেয়ারবাজারবান্ধব মুদ্রানীতি ঘোষণা, বাজেটে দ্বৈতকর নীতি পরিহার অন্যতম

বিনিয়োগকারীরা শেয়ারবাজারে অস্থিতিশীলতার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়ী করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন

সমাবেশে সংগঠনের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম কাদের, সৌরভ চৌধুরী, সদস্য সচিব রানা বিশ্বাসসহ আরও কয়েকজন বিনিয়োগকারী বক্তব্য রাখেন

Blog Archive