(১৫০৬) বাজেটে করমুক্ত আয়সীমা

Tuesday, June 07, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো, কম্পানি কর হ্রাস করা, কর অবকাশ সীমা বৃদ্ধিসহ ৪৭টি সুপারিশ করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বাজেটে বিবেচনার জন্য এসব সুপারিশ করা হয়
সংবাদ সম্মেলনে আইসিএবি সভাপতি পরভীন মাহমুদ বলেন, বিগত বছরে দারিদ্র্য নিরসন সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ ভাতাসহ বিভিন্ন প্রকল্প দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করেছে আগামী বাজেটেও এসব প্রকল্প অব্যাহত রাখার দাবি জানাচ্ছি তিনি আরো বলেন, এসব প্রকল্পের সঠিক বণ্টনে বিভিন্ন প্রশ্ন আসায় পেশাদার হিসাববিদদের সহযোগিতা গ্রহণ করা প্রয়োজন তিনি বলেন, কথা অস্বীকার করার কোনো উপায় নেই, দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটে অতি মাত্রায় পরোক্ষ কর-নির্ভর না হয়ে প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন
সংবাদ সম্মেলনে আইসিএবি সহসভাপতি শাহাদত হোসেন, আব্বাস উদ্দিন খান, জয়নুল আবেদিন কে চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আসন্ন বাজেটে বিবেচনার জন্য আইসিএবি যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে, টিন সনদের জন্য বছরে আড়াই হাজার টাকা ফি নির্ধারণ, এনজিওগুলোকে তহবিল ছাড়করণের জন্য বা সনদ নবায়নের আয়কর দাখিল বাধ্যতামূলক করা, পুরুষ ব্যক্তির আয়কর সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা প্রভৃতি

Blog Archive