(১৫২৭) কে শোনে কার কথা...?

Wednesday, June 08, 2011 Unknown
শেয়ারবাজার :::: এক সেমিনারে ব্যস্ততার কারণে শিল্পমন্ত্রী আগে বক্তব্য দিয়ে চলে যাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ

তিনি বলেন, "সভা-সেমিনারে মন্ত্রীরা আসেন, বক্তব্য দেন, কারো কথা না শুনেই চলে যান ফলে অনেক কিছুরই বাস্তবায়ন হয় না"

যারা দেশ পরিচালনা করেন তাদেরকে বোঝাতে না পারলে কোনো কাজ হবে না এজন্য মন্ত্রীদের সঙ্গে সেমিনার হওয়া প্রয়োজন", বলেন আজাদ

অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রীদের থাকারও আহ্বান জানান তিনি

জুন বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে বুধবার সেমিনারের আয়োজন করা হয় ডিসিসিআই মিলনায়তনে এর আয়োজনে ছিলো বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ-ডিসিসিআই

রাষ্ট্রীয় কাজে যোগ দেওয়ার কথা বলে সেমিনারের শুরুতেই বক্তব্য দিয়ে চলে যান অনুষ্ঠানের প্রধান অতিথি দিলীপ বড়–য়া

মন্ত্রী তার বক্তব্যে বলেন, রপ্তানি বাণিজ্যের কাক্সিক্ষত সুবিধা ভোগ করতে হলে আন্তর্জাতিক স্বীকৃত গবেষণাগার থেকে পণ্যের গুণগত মানের সনদ গ্রহণ জরুরি

"সনদ প্রদানকারী গবেষণাগারটিও এ্যাক্রেডিটেড হওয়া প্রয়োজন এটা অর্জন করতে না পারলে শুধু বিশ্ব বাজারে নয়, অভ্যন্তরীণ বাজারেও নিজেদের পণ্য টিকিয়ে রাখা কঠিন হবে", বলেন শিল্পমন্ত্রী

এফবিসিসিআই সভাপতি ট্যাক্স ফি গাড়ি নেওয়ার সংস্কৃতি পরিবর্তন করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের (ব্যাব) সভাপতি মইনুদ্দিন মিয়াজীর সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, ব্যাবের মহাপরিচালক মো. আবু আব্দুল্লাহ, ডিসিসিআই' সভাপতি আসিফ ইব্রাহিম, প্রকৌশলী কা রাজিউল হক, ব্যাবের পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন

 
Charter amendment report today 
The parliamentary special body on constitution amendment is going to submit its report before the parliament Wednesday afternoon.
Syeda Sajeda Chowdhury, chairperson of the JS body will place the report, which has been learnt to contain 51 points.
According to the House’s business schedule of the day, the 22-page report will be placed at the end hour. The session is scheduled to begin at 5:15pm.
On July 21 last year the parliament formed the 15-member special committee to amend the country’s charter. Main opposition BNP did not propose names of any of its lawmakers to incorporate in the committee.
The committee on July 5 finalised the report on much-talked about constitution amendment.
 
 

Blog Archive