(১৫২২) শীর্ষ দুই নারী মন্ত্রীর আপত্তিকর ছবি

Wednesday, June 08, 2011 Unknown

শেয়ারবাজার :::: বর্তমান সরকারের শীর্ষ দুই নারী মন্ত্রীর আপত্তিকর ছবি তৈরির অভিযোগে সাতক্ষীরায় গ্রেপ্তার আমিনুর রহমান ওরফে বাবলাকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে ওই দুই মন্ত্রীর মুখের ছবির সঙ্গে অন্যের নগ্ন ছবির নিচের অংশ লাগিয়ে আপত্তিকর ছবি তৈরি করে তা এলাকায় বিভিন্ন মানুষের মোবাইল ফোনে এমএমএসে পাঠানো হচ্ছিল
আজ বুধবার পুলিশ বাবলাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে সাতক্ষীরার বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদুর জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া নতুন বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার এবং ওই ছবি তৈরির কাজে ব্যবহূত কম্পিউটার মোবাইল ফোনসেট জব্দ করা হয়
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউপি যুবলীগের সভাপতি মেহেদী হাসান জানান, গত কয়েক দিন ধরে ওই কুরুচিপূর্ণ ছবি এলাকার বিভিন্ন মানুষের মোবাইল ফোনে এমএমএস করে পাঠানো হচ্ছিল তিনি জানতে পারেন দেয়াড়া নতুন বাজারের বাবলা কসমেটিকস, ডিজিটাল স্টুডিও অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে এসব এমএমএস করা হচ্ছে পরে গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন লোক নিয়ে প্রতিষ্ঠান মালিক আমিনুর রহমানসহ ওই প্রতিষ্ঠান ঘেরাও করে কলারোয়া থানায় খবর দেওয়া হয় পরে পুলিশ এসে আমিনুর রহমানকে গ্রেপ্তার তাঁর প্রতিষ্ঠানে ব্যবহূত কম্পিউটার মোবাইল ফোনসেট জব্দ করে
গ্রেপ্তারকৃত আমিনুর রহমানের বরাত দিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, একই এলাকার কলারোয়া উপজেলার সলিমপুর কলেজের কলা দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহাজাহান সরদার কেসবপুর থেকে একটি সিডি সংগ্রহ করে আমিনুরকে দিয়েছে এতে এসব নগ্ন ছবি রয়েছে আর তাঁকে কাজ করতে উত্সাহিত করেছে একই এলাকায় গোলাম মোস্তফা আবদুল আজিজ
ওসি আরও জানান, আমিনুরের কাছে থেকে জব্দকৃত কম্পিউটারে বিভিন্ন মোবাইল ফোনে পাঠানো বিকৃত ছবি পাওয়া গেছে ছাড়া বিভিন্ন ধরনের নগ্ন ছবি তাঁর কম্পিউটারের ফাইলে রয়েছে
ঘটনায় দেয়াড়া ইউপির যুবলীগ সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেন



Prime bourse on the pages of history

The necessity of establishing a stock exchange in the then East Pakistan was first felt in early 1952. Calcutta Stock Exchange did not allow transactions of Pakistani shares and securities. The provincial industrial advisory council soon thereafter set up an organising committee for the formation of a stock exchange in East Pakistan. A decisive step was taken at the second meeting of the organising committee held on March 13, 1953. Various aspects of the issue were discussed in detail in the cabinet room, Eden Building, under the chairmanship of A Khaleeli, secretary for the commerce, labour and industries department of the government of East Bengal.
The then central government's proposal to open a branch of Karachi Stock Exchange in Dhaka did not find any favour in the meeting. It was felt that East Pakistan should have an independent stock exchange. It was suggested that Dhaka Narayanganj Chamber of Commerce and Industry should approach its members for purchasing of membership cards at Rs 2,000 each for the proposed stock exchange.
The exchange was thought to be established either in Dhaka, Narayanganj or Chittagong. An organising committee for the exchange was appointed consisting leading commercial and industrial personalities of the province with M Mehdi Ispahani as convener.
The chamber asked the members of its own and its affiliated associations whether they were interested to form the exchange. A meeting took place following the call with around 100 persons interested in the formation on July 7, 1953.
The meeting invited eight persons to become promoters of the exchange with M Mehdi Ispahani as convener, and authorised them to prepare a memorandum and article of association and proceed to register under the Companies Act, 1913. The seven other promoters of the exchange were JM Addision-Scott, Mohammed Hanif, AC Jain, AK Khan, M Shabbir Ahmed and Sakhawat Hossin.
The membership fee was fixed at Rs 2,000 and subscription rate at 15 per month. The exchange was to be consisted of not more than 150 members. A meeting of the promoters was held at the chamber on September 3, 1953 where it was decided to appoint Orr Dignam & Co Solicitors to draw up a memorandum and article of association of the stock exchange based on the rules of the stock exchange existing in other countries and taking local conditions into account.
The eight promoters incorporated the formation as East Pakistan Stock Exchange Association Ltd on April 28, 1954. As a public company the name was revised to East Pakistan Stock Exchange Ltd on June 23, 1962. Again on May 14, 1964 the name was changed to Dacca Stock Exchange Ltd.
At the launch, authorised capital of the exchange was Rs 300,000 divided into 150 shares of Rs 2,000 each. The authorised capital was increased to Tk 500,000 divided into 250 shares of Tk 2,000 each on an extraordinary general meeting on February 22, 1964. The paid-up capital of the exchange now stands at Tk 476,000 divided into 238 shares of Tk 2,000 each. However, each of the 35 shares out of the 230 shares was issued at Tk 80 lakh with a premium of Tk 79.98 lakh.
Although incorporated in 1954, formal trading started in Narayanganj in 1956 after obtaining the certificates of commencement of business. But it was shifted to Dhaka in 1958 and started functioning at the building of Narayangonj Chamber in Motijheel commercial area.
On October 1, 1957, the stock exchange purchased a land measuring 8.75 kathas at 9F Motijheel commercial area from the government and shifted the stock exchange to its own location in 1959.

Blog Archive