(১৪২৫) ১০টি কোম্পানির ফিক্সড প্রাইস

Thursday, June 02, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে ১১টি কোম্পানি পাইপলাইনে রয়েছে কোম্পানিগুলো আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৮৫ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা উত্তোলণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছে

এসইসি’র সূত্রে তথ্য পাওয়া গেছে

এসইসি’র সূত্রে জানা যায়, আবেদন করা কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানির ফিক্সড প্রাইস পদ্ধতিতে তালিকাভুক্তির প্রস্তাব করেছে

আর একটি কোম্পানি রিপিট আইপিও’র মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলণ করার প্রস্তাব করেছে

কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লি:, সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লি:, সুহৃদ ইন্ডস্ট্রিজ লি:, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লি:, এনার্জি প্রাইম লি:, আমরা টেকনোলোজি লি:, ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লি:, জিপিএস ফাইনান্স কোম্পানি বাংলাদেশ লি:, এলআইএস ইন্ডস্ট্রিজ লি: এবং পদ্মা ইসলামী লাইফ

আর রিপিট আইপিওতে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন(বিএসসি)

সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাস থেকে নভেম্বর মাসে সব কোম্পানিগুলো বাজারে আসার জন্য এসইসি’র কাছে আবেদন করেছিল তবে দীর্ঘ মাস পুঁজিবাজার বির্পযয় এবং এক মাস এসইসি’র কোরাম সংকটের কারণে এসব কোম্পানির বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে

বিষয়ে এসইসি’র সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বাংলানিউজকে বলেন, এসইসি’র কোরাম পূর্ণ হওয়ার বয়স মাত্র একদিন এর মধ্যে কি করা যেতে পারে আমরা এসইসি’র কোন কাজপেইনডিং’ রাখবো না একটু কাজ করার সময় দিন কাজ না করলে পরে আপনারাই আমাদের সমালোচনা করবেন

তিনি বলেন, আমরা সর্বপ্রথম এসইসির ১৯৬৯ এর আইন সংস্কার এর কাজ করবো এর জন্য বৃহম্পতিবার কমিশন সভাও করা হচ্ছে এর পর একে একে সব কাজ করবো

জানা যায়, আইপিওর মাধ্যেমে রংপুর ডেইরি বাজার থেকে মোট ১৬ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ১২ টাকা

সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেড বাজার থেকে মোট ৪০ কোটি টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ৫০ টাকা

বাংলাদেশ শিপিং করপোরেশন(বিএসসি) বাজার থেকে মোট ৬২ কোটি ৭৪ লাখ টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০০ টাকা প্রিমিয়াম ৯০০ টাকা

সুহৃদ ইন্ডাস্ট্রিজ বাজার থেকে মোট ১৪ কোটি উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা এবং কোনো প্রিমিয়াম নেই

জাহিনটেক্স ইন্ডস্ট্রিজ লি: বাজার থেকে মোট ২০ কোটি টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ২০ টাকা

এনার্জি প্রাইম লি:, বাজার থেকে মোট ৩১ কোটি ৪০ লাখ টাকা উত্তলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ৮৫ টাকা

ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লি: বাজার থেকে মোট কোটি টাকা উত্তলন করবে যার অভিহিত মূল্য ১০০ টাকা প্রিমিয়াম ৫০ টাকা

জিপিএস ফাইনান্স কোম্পানি বাংলাদেশ লি: বাজার থেকে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ২০ টাকা

এলআইএস ইন্ডস্ট্রিজ লি: বাজার থেকে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০ টাকা প্রিমিয়াম ২০ টাকা

পদ্মা ইসলামী লাইফ বাজার থেকে মোট ১২ কোটি টাকা উত্তোলন করবে যার অভিহিত মূল্য ১০০ টাকা প্রিমিয়াম ২০০ টাকাআমরা টেকনোলোজি লি: বাজার থেকে মোট ৩০কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটির অভিহিত মূল্য সুনির্দিষ্ট করে জানা যায়নি

Blog Archive