(১৪২৮) সপ্তাহের শেষ দিনটি

Thursday, June 02, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনটি ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দুই স্টক এক্সচেঞ্জে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে এর ফলে বেড়েছে সাধারণ সূচকও তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৯৪.০২ পয়েন্ট বেড়ে ,৭৬২.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে সময়ে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২২৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫০৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি
আজ ডিএসইতে লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ২০ পয়েন্ট কমে যায় এরপর সূচক কয়েকবার ওঠানামা করে বেলা ১১টা ২৫ মিনিটের পর থেকে সূচক বাড়তে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লংকাবাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আরএন স্পিনিং ইস্টার্ন হাউজিং
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে সালভো কেমিক্যালের শেয়ারের দাম ছাড়া লংকাবাংলা ফিন্যান্স, এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইস্টার্ন হাউজিং, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ফিনিক্স ফিন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে
আজ সবচেয়ে বেশি কমেছে লিগাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ছাড়া সমরিতা হাসপাতাল, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম, রূপালী ব্যাংক, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, রেকিট বেনকিজার ডেল্টা লাইফ ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২০.৫৭ পয়েন্ট বেড়ে ১৬০০৯.৮০ পয়েন্টে দাঁড়ায় সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছাড়া কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের দাম স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭২ কোটি টাকা লেনদেন হয়, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম

Blog Archive