(১০১৫) ভিন্ন খবরঃ লাঠিপেটা

Thursday, May 19, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিলেটে ইউনিপে টু ইউ' গ্রাহকরা জব্দ ব্যাংক একাউন্ট মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে

পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় সময় পাঁচজনকে আটক করা হয় পুলিশের লাঠিপেটায় ১৫ জন আহত হয়েছে

বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের পাশে ঘটনা ঘটে

পুলিশি বাধার মুখে ইউনিপে টু ইউ' গ্রাহকরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করতে পারেনি

ইউনিপে টু ইউ গ্রাহক ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সাংবাদিকদের জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ইউনিপে টু ইউ' সহস্রাধিক গ্রাহক বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডিপুলে সমবেত হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এরপর তারা বিক্ষোভ মিছিল শুরু করে এবং নগরীর দিকে অগ্রসর হয়

মিছিলটি নগরীর ক্বীন ব্রিজ এলাকায় সিলেট সার্কিট হাউসের পাশে এলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়

এতে আহত হন ইউনিপে' ১৫ জন গ্রাহক এদের মধ্যে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ফয়সল, এনাম, আলীম, রনি, রুবেল, আফসার রহিম

পুলিশ মিছিল থেকে পাঁচজনকে আটক করে তারা হলো সুহেল আহমদ, দুলাল আহমদ, আবুল কালাম, সখাই মিয়া ময়নুল ইসলাম

সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, ইউনিপে টু ইউ' গ্রাহকরা নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল তাই কয়েক জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে

Blog Archive