(১০০৬) বৃহস্পতিবার ডিএসইতে

Thursday, May 19, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের দুই পুজিবাজারে বৃহস্পতিবারও দরপতন হয়েছে আগের কার্যদিবসের মতো এদিনও সারাদিন সূচক ওঠানামা করে দিনশেষে সূচক কমে যায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৯টি প্রতিষ্ঠানের দাম সাধারণ সূচক কমেছে ৪২ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২৭টি প্রতিষ্ঠানের দাম মূল্যসূচক কমেছে ৭২ পয়েন্ট

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় মোট ২৫৬টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বাড়ে ১০০টির, কমে ১৪৯টির অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের দাম
পাশাপাশি সাধারণ সূচক ৪২ পয়েন্ট কমে দাঁড়ায় হাজার ৭১৮ পয়েন্টে সার্বিক সূচক ৩১ পয়েন্ট কমে নেমে যায় হাজার ৭৬১ পয়েন্টেএদিন
অন্য


নয় কোম্পানি হলো, বেক্সিমকো, তিতাস গ্যাস, বিইডিএল, বিএসআরএম স্টিল, পিএলএফএসএল, ডিবিএইচ, গ্লোবাল ইন্স্যুরেন্স, বেক্সটেক্স ইউনাইটেড এয়ার ওয়েজ
ডিএসইতে কোটি লাখ ৬১ হাজার ৫১৭টি শেয়ার লাখ ১২ হাজার ৩৩৫ বারে লেনদেন হয় যার বাজার মূল্য ৪২৬ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫৫ কোটি লাখ ৮৩ হাজার টাকা

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে দশ কোম্পানির শীর্ষে ছিল বে-লিজিং এদিন কোম্পানির দাম হাজার ১৮০ টাকা থেকে ১২০১ টাকায় ওঠানামা করে সর্বশেষ ১২০১ টাকায় লেনদেন হয় এর সর্বমোট লাখ ২৫ হাজার ৬০০ শেয়ার হাজার ৮৫ বারে হাতবদল হয়

Blog Archive