(৬৯২) বিক্ষোভের দিকে ইঙ্গিত

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম

তিনি সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, "অর্থমন্ত্রী গর্ভনর সাহেব শুধু তত্ত্ব কথা না বলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনুন তাদের (জনগণ) ভোটে সরকার ক্ষমতায় এসেছে তাদের স্বার্থের কথা বিবেচনা করুন"

"শেয়ার বাজার নিয়ে অনেক কিছুু ঘটে গেছে অর্থমন্ত্রী গর্ভনর সাহেব অনেক পদক্ষেপ নিয়েছে তবুও শেয়ারবাজারে ধসের ঘটনা ঘটছে কেন", প্রশ্ন করেন সাবেক মন্ত্রী নাসিম

পুঁজিবাজারে দরপতনের পর রোব সোমবার বিনিয়োগকারীদের বিক্ষোভের দিকে ইঙ্গিত করেই আওয়ামী লীগ নেতাদের বক্তব্য

পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী ওলামা লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাসিম

মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে সরকারি দলের নেতা বলেন, "প্রধান বিরোধী দল বিএনপির কথা মতো মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে না দেশে এমন কোনো সঙ্কট সৃষ্টি হয়নি যে নির্বাচন দিতে হবে"

খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, "আপনি বিরোধীদলীয় নেতা হিসেবে গঠনমূলক সমালোচনা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তাই সরকারের কাছে মধ্যবর্তী নির্বাচন না চেয়ে বরং আপনি বিরোধীদলীয় নেতার পদ থেকে পদত্যাগ করুন"

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, আমিনীদের আর এগিয়ে যেতে দেওয়া যাবে না তারা ক্ষমতায় এলে দেশ জঙ্গি মৌলবাদীদের খপ্পরে পড়বে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে

প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়াকে স্মরণ করে নাসিম বলেন, "ওয়াজেদ ভাই ছিলেন উপমহাদেশের প্রখ্যাত একজন বিজ্ঞানী তার সরলতা নিষ্ঠা আমাদের ভালো কাজ করার প্রেরণা যোগায়"

সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী প্রমুখ

Blog Archive