(৬৭৯) একজন সুইসাইড করেছে

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ার মার্কেট ধসের কারণে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করলেন হতাশাগ্রস্ত যুবক রনি জামান (২৩) শনিবার রাতে টঙ্গী পৌর এলাকার মধ্য আরিচপুরে ঘটনা ঘটে
নিহতের বড় ভাই আব্দুল কাইয়ুম পরিবারের অন্য সদস্যরা জানান, রনি জামান নিজের স্ত্রী অন্য আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় সাড়ে লাখ টাকা ধার এনে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করেন কিন্তু শেয়ার মার্কেট ধসের কারণে পুঁজি হারিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন এক পর্যায়ে হতাশাগ্রস্ত রনি গত শনিবার রাত সাড়ে ৭টায় গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায় নিহত রনি জামান পিরোজপুর জেলা সদরের 'মধ্য রাস্তা পিরোজপুর' গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে রনির স্ত্রী অনন্যা গাইবান্ধা জেলার সাদুলস্নাপুর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রনি টঙ্গীর মধ্য আরিচপুরের জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকত গতকাল রবিবার তার লাশ পিরোজপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে তার আত্মহত্যার কারণ হিসেবে শেয়ার মার্কেটের আলোচিত ঘটনাটি উলেস্নখ করে ব্যাপারে টঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে

 
 

Blog Archive