(৫১৯) মবিল যমুনা__MJL ঃঃ আসছে

Thursday, April 28, 2011 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্তির হওয়ার বিষয়ে মবিল যমুনা ল্যুব্রিকেন্টের (এমজেএল) নীতিগত সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার।

নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এসইসি’র চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সভাপতিত্বে এসইসি’র সভা কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এরপর এসইসির কমিশন সভায় তা চুড়ান্ত ভাবে অনুমোদন দেওয়া হবে বলে এসইসি সূত্রে জানা য়ায়।

জানা য়ায়, কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তিতে যা যা করনীয় তা দুই স্টক এক্সচেঞ্জ ও এসইসির সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের  সভায় সিদ্ধান্ত নেওয়া হবে ।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য এমজেএলকে এসইসি আরও দুই সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল ডিএসই এমজেএলের তালিকাভুক্তির বিষয়টি চুড়ান্ত ভাবে নাকচ করে দেয়। সে সময় কোম্পানিটিকে দ্বিতীয় বারের মতো তালিকাভুক্তিতে নাকচ করা হয়। কিন্তু ডিএসই’র নাকচ করার পরিপ্রেক্ষিতে গত ১২ এপ্রিল কোম্পানিটি সময়সীমা বাড়ানোর জন্য আবারও এসইসিতে আাবেদন জানায়।

সে পরিপ্রেক্ষিতে এসইসি আবারও তালিকাভুক্তির মেয়াদ ২১ এপ্রিল পর্যন্ত বাড়ায়। এর পর ঠিক মেয়াদ শেষ হওয়ার আগের দিনেই আবারও কোম্পানিটি এসইসির কাছে আরেক দফা সময় বাড়ানোর জন্য আবেদন জানায়।

এসইসি বিশেষ বিবেচনায় আবারও মবিল যমুনাকে তালিকাভুক্তির জন্য আরো দুই সপ্তাহ সময় বাড়ায়। এ সময় শেষ হচ্ছে আগামী ৮মে ।


Buying pressure from investors pulled the stocks yesterday, ending a two-day losing trend as the Bangladesh Fund is set to be registered with the Securities and Exchange Commission today.
The benchmark general index of Dhaka Stock Exchange (DGEN) gained 276 points, or 4.77 percent, to close at 6,083 points. DGEN lost 270 points in two days before yesterday's trading session.
The selective categories index of Chittagong Stock Exchange advanced 442 points, or 4.21 percent, to close at 10,942 points.
Meanwhile, the Dhaka Stock Exchange has halted the share trading of Zeal Bangla Sugar Mills Ltd yesterday for a unusual price hike without any price sensitive news.
“The news of registration of Bangladesh Fund boosted investor's confidence to go for big buying of shares,” said Salahuddin Ahmed Khan, a teacher of finance at Dhaka University.
Khan, also a former chief executive officer of DSE, said: “Most of the investors went for bulk buying due to availability of low-priced shares.”
Although he said some investors adopted wait-and-see policy due to the ongoing capital market probe report debate.
“Some investors are still closely watching the market as today's rise is very much unexpected,” said Green Delta Financial Service in its daily market analysis.
Some institutional investors went for heavy buying of shares to stop the losing spell of the market, said a market insider.
The banking sector gained 5.42 percent, reaching 27.6 percent of the total market capitalisation, while all 30 issues closed positive.

Blog Archive