(৩১০) নতুন কৌশলে শেয়ারবাজার

Wednesday, April 06, 2011 Unknown
নতুন কৌশলে শেয়ারবাজার থেকে বিশেষ সুবিধা তুলে নিতে নর্দার্ন পাওয়ার সল্যুউশন ৫০ ভাগ রূপান্তযোগ্য বন্ড ছাড়ার অনুমোদন চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে কোম্পানিটি তাদের মূলধন আরও ১৭৫ কোটি টাকা বাড়াতে এসইসিতে এই আবেদন করেছে বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৯১ কোটি টাকা এসইসি আজ বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় বিষয়ে আলোচনা সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে
নর্দার্ন পাওয়ারের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী- আসনের সরকারি দলের সাংসদ এনামুল হক, তহুরা হক বেক্সিমকো গ্রুপের বেক্সটেক লিমিটেড বেক্সটেক্সকে প্রতিনিধিত্ব করছেন সালমান এফ রহমান সূত্রগুলো বলছে, নিয়ম অনুসারে ৫০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে হলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হয় কিন্তু নর্দার্ন পাওয়ার প্রাথমিক শেয়ারের গণপ্রস্তাবে (আইপিও) না গিয়ে বন্ড (এক ধরনের ঋণ) ছেড়ে ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আপাতত তাদের মূলধন আরও ১৭৫ কোটি টাকা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই বন্ডের ৫০ ভাগ বছরভিত্তিতে এবং সম্পূর্ণ চার বছরে সাধারণ শেয়ারে রূপান্তর হবে সব বন্ডই সম্পূর্ণ হস্তান্তরযোগ্য হবে অন্যদিকে এসইসির আইনে বাধ্যবাধকতা থাকায় কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে এবং এর জন্য একপর্যায়ে গণপ্রস্তাবেও যেতে হবে নর্দার্নকে কিন্তু ততদিনে বন্ডের একটা অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হয়ে যাবে
এই বন্ডের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৮ শতাংশ এবং কোনো কারণে সুদ পরিশোধে ব্যর্থ হলে ১৯ শতাংশ হারে তা পরিশোধ করবে কোম্পানিটি কোম্পানি রাজশাহী জেলার কাটাখালীতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে এর জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে পাঁচ বছরের জন্য লিটারপ্রতি ২৬ টাকা ধরে জ্বালানি তেলের নিশ্চয়তাও পেয়েছে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিক্রি করা হবে এসব কারণে সাধারণভাবেই ধরে নেওয়া যায়, কোম্পানিটি আইপিও বা শেয়ার বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত লোভনীয় হবে
 
The two bourses registered a fall after prices ebbed and flowed until midday on Wednesday.

The Dhaka Stock Exchange (DSE) general index lost 8.16 points or 0.12 percent to 6447.64 at 12:55pm.

The index lost about 40 points within 26 minutes of the day's business, but gained 3.99 points at 11:46am.

Of the 251 issues traded until 12:55am, 116 advanced, 121 declined and 14 remained unchanged.

The turnover stood at Tk 3.28 billion.

After a bumpy ride, the Chittagong Stock Exchange (CSE) Selective Categories Index reached 11641.77 points at 12:53pm, down 14.65 points or 0.12 percent from the beginning.

Out of 178 traded issues, 71 gained, 97 slipped and 10 showed no change.

The turnover stood at TK 337 million.

Blog Archive