(৪৯৯) সায়হাম টেক্সটাইলঃঃ বাতিল

Tuesday, April 26, 2011 Unknown
সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ প্রস্তাব বাতিল করে।

মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) ও শেয়ার প্রতি আয়ের (ইপিএস) সঙ্গে সামঞ্জস্যহীন প্রিমিয়াম ধার্য করায় তাদের রাইট ইসুর প্রস্তাব বাতিল করা হয়।

এসইসি সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল ১.৫ঃ১ (১টি সাধারণ শেয়ারের বিপরীতে দেড়টি) হারে মোট ৩ কোটি ৭৫ লাখ রাইট শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে মোট ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল।

১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছিল।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ শেয়ার সংখ্যার হিসাবে গত বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে সায়হাম টেক্সটাইলের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল প্রায় ১০ টাকা ৫৩ পয়সা।

বর্তমান শেয়ার সংখ্যার হিসাবে ওই বছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৪ পয়সা। নির্ধারিত এই প্রিমিয়াম কোম্পানির শেয়ারের এনএভি ও ইপিএসের তুলনায় অনেক বেশি বলে এসইসি মনে করছে। সে কারণে রাইট ইস্যুর প্রস্তাব নাকচ করেছে এসইসি।


The Tk 5,000 crore ‘Bangladesh Fund’ designed to prop up the stock market from a recurrent downslide is set to be registered Thursday as all preparations in this regard have been completed.

However, the announcement on the much-hyped Bangladesh Fund failed to create any impact on the stock market, as investors Monday protested a fresh freefall of share prices that pulled down the Dhaka Stock Exchange general index over 212 points and Chittagong stocks’ Selective Categories Index 403 points.

The fund will be registered with the office of sub-registrar and a certified copy of the registration along with its fee worth Tk 10 crore will be submitted to the Securities and Exchange Commission (SEC) Thursday, said sources concerned.

The fund will be registered by the Investment Corporation of Bangladesh (ICB) along with chiefs of other sponsor institutions.

ICB Asset Management Company Ltd is the manager of the fund, while ICB Capital Management Company Ltd is the custodian and Trustee.

After the registration, work for investing Tk 1500 crore of the fund will begin, the sources added.

Fayekuzzaman, Managing Director of the ICB, the key sponsor of the Bangladesh Fund, told banglanews that discussion on fund registration was held with the chiefs of all sponsor institutions.

He also said, “Registration process will be completed Thursday in the presence of sponsor institutions at ICB.”

Although the sponsors sought a waiver of some applicable rules, the regulatory commission on April 24 informed that everything would go under the existing rules.

Earlier on April 18, the SEC endorsed the fund meant for spurring the buying and selling of shares as part of bailout measures for stabilizing the share market, reeling from the worst-ever shocks.

Of the volume, Tk 1500 crore would be invested in the capital market through IPO (Initial Public Offering) in the first phase. With Tk 100 face value the market lot of the fund would be 1000 in unit, he added.

The state-run investment outfit and seven other state-owned financial institutions on March 6 announced the decision to create the syndicated fund.

The seven other SoEs are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, Bangladesh Development Bank, Sadharan Bima Corporation and Jibon Bima Corporation.

Blog Archive