(৩৪৯) মঙ্গলবার বেলা আড়াইটায়

Monday, April 11, 2011 Unknown
পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ জন্য সংগঠনটি কাল মঙ্গলবার বেলা আড়াইটায় ডিএসইর কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করবে আজ সোমবার সংগঠনটির আহ্বায়ক মিজান-উর-রশিদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রচারপত্রে দাবি জানানো হয়
এতে আরও জানানো হয়, সম্প্রতি পুঁজিবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ে নিঃস্ব অসহায় লাখ লাখ বিনিয়োগকারীর অব্যাহত বিক্ষোভ প্রতিবাদের মুখে সরকার বাজার বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে তদন্তে বাজারের কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের নামও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িত ব্যক্তিদের শাস্তি এখন লাখ লাখ বিনিয়োগকারীর প্রাণের দাবি কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে না

Blog Archive