টানা চারদিন

Monday, January 31, 2011 Unknown
টানা চার কার্যদিবস ঊর্ধমুখী থাকার পর মূল্য সংশোধনের ধারায় ফিরছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে একই সঙ্গে কমেছে সব সূচক বাজার মূলধন এরআগে গত চার কার্যদিবসে ডিএসইর সাধারণ মূল্য সূচক বেড়েছিল হাজার ২৪৬ পয়েন্ট
কম্পিউটার চালু করার সাথে সাথে অটুমেটিক্যালি খবরগুলু পেতে চাইলে এখানে ক্লিক করে YES  করুন
সোমবার ডিএসইতে সাধারণ সূচক লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষক সাধারণ বিনিয়োগকারীরা তাদের মতে কয়েকদিন ঊর্ধমুখী থাকার পর এদিন বেশির ভাগ বিনিয়োগকারী লভ্যাংশ তুলে নিয়েছে ফলে বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সাধারণ সূচক কমেছে অন্যদিকে এদিন লেনদেনের পরিমাণ টানা তৃতীয় দিনের মতো হাজার কোটি টাকা অতিক্রম করলো
ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওসমান ইমাম বাংলানিউজতে বলেন, গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে ঊর্ধমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বঃস্থি ফিরে এসেছে একইসঙ্গে বাজার টানা ঊর্ধমুখী থাকায় কিছুটা মূল্য সংশোধন হওয়া দরকার ছিল ফলে আজ স্বাভাবিক নিয়মেই বাজারে মূল্য সংশোধন হয়েছে সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮ টির এবং কমেছে ১৭৮ টির এবং অবশিষ্ট ২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে দিনশেষে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে হাজার ৪৮৪ দমমিক ২৩ পয়েন্টে নেমে আসে আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা এটি গতকালের চেয়ে চেয়ে ৭৫ কোটি ৬১ লাখ টাকা বেশি
The benchmark index of the Dhaka Stock Exchange (DGEN Index) saw an 88-point fall on Monday after gaining over the previous four trading days.
Among the traded issues, 178 declined, 78 advanced while two remained unchanged.
The troubled market started climbing from last Tuesday after a two-day shutdown amid hopes for a rebound in share prices.
Regulators suspended transactions for Sunday and Monday in an effort to allow the markets some relief from fallout from the market crash.
DGEN Index jumped up 494 points, or 7.8 percent, finishing the four-hour trading session at 6,821 points on Tuesday.
The upbeat mood continued through Wednesday also, allowing the benchmark DSE General Index (DGEN) to cross the 7,000 mark.
The DSE General Index (DGEN) surged 458.93 points or 6.72 percent to 7280, reflecting a 15 percent rise since the January 20 level.
Rises also marked the trading sessions on Thursday and Sunday, showing signs of recovery.

Blog Archive