পরস্পর দ্বন্দ্বে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া। সর্বশেষ গত সোমবার কমিশনের তিন সদস্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিসহ অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের কাছে।
নাম প্রকাশ না করার শর্তে এসইসি’র একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেন। সূত্রমতে, মো. মনসুর আলম, মো. ইয়াসিন আলী ও মো. আনিসুজ্জামান তাদের অভিযোগপত্রে কমিশনের মুখপাত্র এবং এডিবির একটি গুরুত্বপূর্ণ পদ থেকে আনোয়ারুল কবির ভূঁইয়াকে সরিয়ে দেয়ারও জন্য অনুরোধ করেন। এর আগে গত ১৪ ডিসেম্বর আনোয়ারুল কবির ভূঁইয়াকে এসইসির সার্ভেইল্যান্স ও প্রশাসনের মতো দু’টি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে এসইসি’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নির্বাহী পরিচালক আনোয়ারুল করিব ভূঁইয়ার প্রতি আস্থা না ফেলায় তাকে এই দু’টি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারীদের একটি দল তাদের দাবি-দাওয়া নিয়ে এসইসি’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আরো পড়ুন
SANDHANINS-->>>>>
FUWANGCER
Blog Archive
- ► 2011 (2088)