Tuesday, December 21, 2010 Unknown
প্রথম অংশ
বৈঠকে পুঁজিবাজার বিনিয়োগকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল করিম বাবলু, মাইনুল ইসলাম, আপেল মাহমুদসহ বেশক’জন বিনিয়োগকারী এবং এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, সদস্য মনসুর আলম ইয়াসিন আলী এবং নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন পরে বৈঠকে উপস্থিত বিনিয়োগকারীরা আনোয়ারুল কবীর ভুইয়ার উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, ‘মনসুর আলম ইয়াসিন আলীর হাতে এসইসি জিম্মি হয়ে আছে তাদের কারণে কোনও ভালো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আনোয়ারুল কবির ভূঁইয়া এনএভি ফর্মুলা (প্রকৃত সম্পদমূল্য তত্ত্ব) বাতিল করতে চেয়েছিলেন কিন্তু ওই দুই সদস্যের কারণে তা করা যায়নি আনোয়ারুল কবির ভূঁইয়া বিষয়টি আমাদের জানিয়েছেন।’
মূলত বিনিয়োগকারীদের মুখ দিয়ে এসব কথা মিডিয়া প্রচারের পরই কমিশনের সদস্যরা তার ওপর নাখোশ হয়েছেন
অবশ্য বিনিয়োগকারীদের এমন বক্তব্যের পরিপ্রক্ষিতে পরে সাংবাদিকরা আনোয়ারুল কবির ভূঁইয়ার শরণাপন্ন হলে তিনি বিষয়টি অস্বীকার করেন তিনি তখন বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে আমার কোনও কথা হয়নি বিনিয়োগকারীদের আমি চিনি না source

কে পি সি এল-এর একটি নিউজ

Blog Archive