বাচা গেল একটি কঠিন আইন হতে

Thursday, December 16, 2010 Unknown
GET UP AND GO
রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে সুবিধাভোগী লেনদেন নিষিদ্ধকরণ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কোনো কোম্পানিকে পুঁজিবাজারের আইনটি পরিপালন করতে হবে না নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত মঙ্গলবার -সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বিক্রির (অফলোড) সুবিধার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এসইসি জানিয়েছে আইনটির একটি ধারা অনুযায়ী, কোনো কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার একটি নির্দিষ্ট সময় আগে পরে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, নিরীক্ষা প্রতিষ্ঠান এবং আইনি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার লেনদেন নিষিদ্ধ শর্তের কারণে যাতে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়ার বিষয়টি ব্যাহত না হয়, সে উদ্দেশ্যে এদের ওই আইনের প্রয়োগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তালিকাভুক্ত কোম্পানির সুবিধাভোগী ব্যক্তিরা যাতে গোপন তথ্য ব্যবহার করে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বাড়তি সুবিধা না নিতে পারেন, সে লক্ষ্যে ১৯৯৫ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রহিবিশন অব ইনসাইডার ট্রেডিং) রুলস প্রণয়ন করা হয় চলতি বছরের মার্চে এতে কিছু সংশোধনী আনা হয় সংশোধিত ধারায় বলা হয়, কোনো কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় আর্থিক বিবরণী অনুমোদন না হওয়া পর্যন্ত এর উদ্যোক্তা শেয়ারহোল্ডার, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, নিরীক্ষা প্রতিষ্ঠান এবং আইনি পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শেয়ার কেনাবেচা করতে পারবেন না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত আটটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার কথা রয়েছে এর মধ্যে যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়ামসহ কয়েকটি কোম্পানির আর্থিক বছর গত ৩০ জুন সম্পন্ন হয়েছে কিন্তু কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এখনো ওই বছরের হিসাব অনুমোদন করেনি সুবিধাভোগী আইন বহাল থাকা অবস্থায় সরকার চাইলেও হিসাব অনুমোদন না হওয়া পর্যন্ত এসব কোম্পানির শেয়ার বাজারে বিক্রি করা যেত না অন্যদিকে যেসব কোম্পানির হিসাব বছর ৩১ ডিসেম্বর শেষ হবে, সেসব কোম্পানির আর্থিক হিসাব নিরীক্ষণ শেষে পরিচালনা পর্ষদে তা অনুমোদন হতে আরও তিন-চার মাস সময় লেগে যাবে আইনটি বলবৎ থাকলে এসব কোম্পানির জন্যও ঘোষিত সময়ের মধ্যে শেয়ার বিক্রি কঠিন হয়ে যেত
source

Blog Archive