গত সপ্তাহ - Last Week in Share Market BD

Friday, October 04, 2013 Other

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার তালিকাভুক্ত ব্যাংক শেয়ারের দাম ও মোট লেনদেনে হঠাৎ করে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। এদিন ৭৬ দশমিক ৬৬ শতাংশ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর লেনদেনে অনেক দিন ধরেই মন্দাভাব চলছে। বাজারে তালিকাভুক্ত সব খাতের কোম্পানির শেয়ারের দাম পরিবর্তন হলেও এ খাতের শেয়ারের দামে দীর্ঘদিন ধরে কোনও পরিবর্তন দেখা যাচ্ছিল না। জানা গেছে, পুঁজিবাজারে বর্তমানে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ২৩টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। যা শতাংশ হারে ৭৬ দশমিক ৬৬ শতাংশ। আরও জানা গেছে, এদিন ডিএসই’র মোট লেনদেনের ৬ দশমিক ৫৪ শতাংশ ব্যাংকের দখলে ছিল। টাকার অংকে যার পরিমাণ ১৬ কোটি ৫৮ লাখ টাকা। অন্যদিকে, এদিন তিনটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তীত রয়েছে চারটি ব্যাংকের শেয়ারের দাম। ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ খাতের লেনদেনের শীর্ষে থাকা ব্যাংকগুলো হলো- এসআইবিএল, ইউসিবিএল, এনবিএল, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক লিমিটেড। এদিন, এসআইবিএল’র প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ পয়সা। আর মোট ১৬ লাখ ৫৮ হাজার ৫’শ শেয়ারের হাত বদল হয়েছে যার বাজার দাম এক কোটি ৮৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল ইউসিবিএল। এ দিন এ ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩০ পয়সা। আর মোট ৭ লাখ ৩৩ হাজার ৪’শ ৫০টি শেয়ারের হাত বদল হয়েছে যার বাজার দাম এক কোটি ২৮ লাখ টাকা। এক কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে ছিল এনবিএল ব্যাংক। তবে এদিন এ ব্যাংকের শেয়ারের দামে কোনো পরিবর্তন হয়নি।

Blog Archive