সম্প্রতি গ্যালাক্সি স্টার প্রো এবং গ্যালাক্সি ট্রেন্ড নামে গ্যালাক্সি সিরিজের নতুন দুটি স্মার্টফোন বাজারে এসেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরির এ স্মার্টফোনদুটির দাম যথাক্রমে আট হাজার ৯০০ টাকা ও ১০ হাজার ৯০০ টাকা।
স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মডেলের স্মার্টফোনের যেকোনো একটি কিনলেই সঙ্গে ক্রেতারা পাবেন বাংলালিংকের ডাটা অফার। এজন্য গ্রাহকদের এক গিগাবাইট ডাটা কিনতে হবে। ডাটা প্যাক কিনলে পাচ্ছেন শতভাগ বোনাস।
৪ ইঞ্চি মাপের ডিসপ্লে এবং ডুয়াল সিম বৈশিষ্ট্যের গ্যালাক্সি স্টার প্রো এবং গ্যালাক্সি ট্রেন্ডের সঙ্গে রয়েছে উন্নত ফিচার। থ্রিজি কানেক্টিভিটিসহ গ্যালাক্সি ট্রেন্ডে রয়েছে তিন মেগাপিক্সেল ক্যামেরা এবং স্টার প্রোতে রয়েছে দুই মেগাপিক্সেল ক্যামেরা।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম সুবিধার ও এক গিগাহার্টজ প্রসেসরসুবিধার স্মার্টফোনগুলোতে ব্লুটুথ ৪.০ এবং ওয়াই ফাই সমর্থন করে।