একা সময় কাটানোর উপায় - How to spend time lonely at Home

Wednesday, October 16, 2013 Other
আপনি কি আজ বাসায় একা? তাহলে পরিকল্পনা করুন কিভাবে কাটাবেন সারা দিন। বই পড়া, ছবি আঁকা, সিনেমা দেখা- এরকম অসংখ্য প্রিয় বিষয় আছে যা আপনি একা একা বাড়িতে উপভোগ করতে পারেন। দিনের প্রস্তুতি: যখন জানলেন, বাড়িতে আজ আপনি একা, প্রিয় কাজগুলি কিংবা বিনোদনের একটি তালিকা তৈরি করুন। এটা হতে পারে কেনাকাটায় যাওয়া, সিনেমা দেখা, বই পড়া কিংবা স্রেফ ঘুম। জেনে নিন একা একা বাসায় কিভাবে কাটাবেন: নিজেকে দুঃচিন্তামুক্ত রাখুন: এমন দিন সব সময় আসে না যখন আপনি একা। সুতরাং সব রকম দুঃচিন্তা ঝেড়ে ফেলে দিনটি উপভোগ করুন। আপনি হয়তো বিছানায় কিংবা সোফায় হেলান দিয়ে প্রিয় কোন সিনেমা দেখছেন। এ সময়কে আরো আয়েশি করতে পাশে রাখুন দুটো বালিশ এবং কিছু হালকা শুকনো খাবার। এতে আপনার সময় আরো খুশির এবং আপনি আরো ফুরফুরে হয়ে উঠবেন। শুনুন পছন্দের গান: পৃথিবীব্যাপী এক সুরের মায়াজাল। আপনার চারপাশজুড়ে প্রতিনিয়ত বয়ে চলেছে সুরের প্রবাহ। সুরের এই প্রবাহকে ধরতে অবিরাম সাধনা করে যাচ্ছেন সঙ্গীতজ্ঞরা। পছন্দের সঙ্গীত নির্বাচন করতে বাছাই করুন সুরপ্রধান সঙ্গীত। এ তালিকায় থাকতে পারে টপ্পা, ঠুমরি, খেয়াল-এর মত উচ্চমার্গীয় সঙ্গীত। এগুলি আপনার কাছে কেবল উপভোগ্যই হবে না- গভীর একাগ্রতায় আচ্ছন্ন করবে আপনাকে। দেখুন ভালো সিনেমা: পরিকল্পনা করুন কোন কোন ছবিগুলি আপনি দেখতে পছন্দ করেন। আপনি হয়তো নিঃসঙ্গতা কাটাতে আপনার বন্ধু-বান্ধব বাড়িতে আমন্ত্রণ জানাবেন। এটা না করে আপনি এ সময় অনলাইনে প্রিয় ছবিগুলি দেখতে পারেন কিংবা ডিভিডিও আনতে পারেন। বাংলায় সত্যজিৎ কিংবা ঋত্বিক ঘোটকের মতো চলচ্চিত্রকারের বিখ্যাত অনেক ছবি রয়েছে। এখনো তৈরি হচ্ছে অনেক শিল্পমানসমৃদ্ধ বাংলা ছবি। এসবের বাইরে জোগাড় করতে পারেন অন্য ভাষার বিখ্যাত সব চলচ্চিত্র। পড়তে পারেন পছন্দের সব বই: বই পড়া হতে পারে একটি চমৎকার কাজ যখন বাড়িতে আপনি একা থাকবেন অথবা কেউ আপনাকে বিরক্ত করতে পারে এমন কেউ থাকবে না। ঘণ্টার পর ঘণ্টা প্রিয় উপন্যাস অথবা মজার সব বই পড়ার পরিকল্পনা করতে পারেন এ সময়।

Blog Archive