ছাগলের দাম সাড়ে ৬ লাখ - Goat Priced 6.5 Lacs

Friday, October 18, 2013 Other
মাংসের বিচারে গরুর চেয়ে ছাগলের দাম চড়া। একটি গরুতে যতটুকু মাংস হয় তার চেয়ে একটি ছাগলে কম হয়। কিন্তু ছাগলটি আর এমন কি বড় হবে যে একটি আস্ত গরুর চেয়েই তার দাম বেশি হবে! গরু-ছাগলের এই হিসাব-নিকাশ উল্টে দিয়ে এবার ছাগলের জিত হয়েছে মোট দামের অংকেও। ভারতের ইন্দোরে একটি ছাগল বিক্রি হয়েছে ৫ লাখ ১১ হাজার রুপিতে। বাংলাদেশি টাকায় তা প্রায় সাড়ে ছয় লাখ টাকা। ঢাকার বাজারে ছাগলের দাম লাখের ঘর ছুঁয়েছে এমনটা বিরল। কিন্তু লাখ তো লাখই তার চেয়েও পাঁচগুন বেশি দামে বিক্রি হলো ‘মুন্নু‘ নামের ছাগলটি। ইন্দোরের রানিপুরা হাটে ততক্ষণে মুন্নুর জয়জয়কার। প্রতিটি হাটুরের মুখে মুখে ছিলো মুন্নুর নাম। ‘বকরি ঈদের’ আগের দিন মুন্নুকে বাজারে তুলেছিলেন তার মনিব মঈন খান। স্থানীয় গুলজার কলোনি থেকে এই অতিকায় ছাগজন্তুটি নিয়ে বাজারে পৌঁছার পর থেকেই তার দিকে চোখ সবার। কেনার জন্য যতটা, দেখার জন্য তার শতগুন। চোখ এড়ায়নি ধর্নাঢ্য গাড়ি বিক্রেতা জামিল খানেরও। বাজারিয়া এলাকার এই ব্যবসায়ী ৫ লাখ ১১ হাজার রুপিতে ছাগলটি কিনে নে। রানিপুরা হাটে নিমেষে রটে যায় সে খবর। সবার মুখে মুখে এই হাটে আর কখনোই এত দরে ছাগল বিকোয়নি। আর দামে মুন্নুকে কিনতে পেরে খুশি জামিল খান। বললেন, তার ছেলেই মুন্নুকে পছন্দ করেছেন। জামিল খানের মতে, তার পারিবারিক ঐতিহ্যই হচ্ছে ঘরের সবচেয়ে ছোট সন্তানটি কোরবানির জন্য পশু পছন্দ করবে। এবারও তাই হয়েছে। দাম আমাদের কাছে কোনো বিষয়ই নয়। ছাগলটি একটি মহৎ উদ্দেশ্যে কেনা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ, বলেই এই গাড়ি ব্যবসায়ী। ইন্দোরে অবশ্য এবছর লাখের ওপর ছাগল বিকিয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে আড়াই লাখ, দেড় লাখ রুপি পর্যন্ত দর উঠেছে বলেই জানিয়েছে ভারতের একটি প্রধান সারির সংবাদপত্র।

Blog Archive