প্রণোদনা প্যাকেজের সুবিধা দিতে আবেদন গ্রহণ শুরু

Thursday, October 03, 2013 Unknown

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুবিধা দিতে আবেদন গ্রহণ শুরু করেছে মার্চেন্ট ব্যাংক। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, অধিকাংশ মার্চেন্ট ব্যাংক ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু করেছেন। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তারা এ আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের পুনঃঅর্থায়ন তহবিলের অর্থছাড়ের নীতিমালা অনুমোদন দেয় অর্থমন্ত্রণালয়। এ অনুমোদন সংক্রান্ত একটি চিঠিও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেয় মন্ত্রণালয়। এরপর ২৬ আগস্ট ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের প্রথম কিস্তির তিনশ’ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক। এদিন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এ সংক্রান্ত হিসেবে অর্থ স্থানান্তর করা হয়। পুনঃঅর্থায়নের নীতিমালা অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত পুঁজিবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নেওয়া ঋণের যে সুদ হয়েছে তার ৫০ শতাংশ মওকুফ করা হবে। এছাড়া বাকি ৫০ শতাংশ সুদ ও আসল একটি সুদবিহীন বণ্টক অ্যাকাউন্টে রেখে তাদের ঋণ পুনঃতফসিল করা হবে। অর্থাৎ নতুন করে ঋণ দেওয়া হবে। যার সুদ হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। পুনঃতফসিলকৃত এই ঋণের অর্থ বিনিয়োগকারীকে ত্রৈমাসিক কিস্তিতে তিন বছরে পরিশোধ করতে হবে। এর ফলে ওইসব বিনিয়োগকারীর পুনরায় পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন।

Blog Archive