Wednesday, August 24, 2011 Unknown

শেয়ারবাজার   ::::   দুই দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার গতকালের এসইসির সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে বিনিয়োগকারীরা আজ ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ওপর বেশি ঝুঁকে পড়ায় এ সব কোম্পানির দাম বেড়ে যায়। তবে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
ডিএসইতে আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। আর দুপুর সাড়ে ১২টায় সূচক ৩৯ পয়েন্ট বাড়লেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৮৫.৮৬ পয়েন্ট বেড়ে ৬১৩১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির প্রতিষ্ঠানের, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৫৯ কোটি টাকা বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক ও ফু ওয়াং ফুডস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১৮২.০৫ পয়েন্ট বেড়ে ১৭,৪৪৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।

Blog Archive