(১৬৬৪) বরকতউল্লাহ্ ইলেকট্রোর ২।ECNEC approves 4 dev projects worth Tk 23,608 cr

Wednesday, August 03, 2011 Unknown
শেয়ারবাজার :::: জ্বালানী ও বিদ্যুৎ খাতে তালিকাভূক্ত কোম্পানি বরকতউল্লাহ্ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের লভ্যাংশ ঘোষণা হবে বৃহস্পতিবারঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার কোম্পানিটি এ ঘোষণা দেয়া
 
ঘোষণার প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার (৪ আগস্ট) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর আলোচনায় বসবেনআর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ কোম্পানির লভ্যাংশ প্রদানের সুপারিশ করবেন বলে জানা গেছে
 
এদিকে মঙ্গলবার এ কোম্পানির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা
 
সারাদিন এর দর ৭৮ টাকা ৩০ পয়সা থেকে ৮৬ টাকার মধ্যে ওঠা নামা করেলেনদেন শেষে এ শেয়ারের বাজার দর ছিল ৮১ টাকা ৯০ পয়সাযা আগের দিন ছিল ৮৫ টাকা ২০ পয়সামোট ৩ লাখ ৬৬ হাজার ৮০০টি শেয়ারের লেনদেন হয়
 
যার বাজার দর ছিল ৩০ টাকা ১৯ পয়সা২০১১ সালের ৬ মার্চ প্রাথমিক গণ-প্রস্তাবের ভিত্তিতে (আইপিও) প্রতিষ্ঠানটি ডিএসইতে তালিকাভূক্ত হয়
 
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি ২ কোটি শেয়ার ছেড়ে মোট ১২০ কোটি টাকা সংগ্রহ করেকোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ৬০ টাকা সংগ্রহ করা হয়
 
আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করেছিল প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডপুঁজিবাজার থেকে সংগৃহিত অর্থ কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছিল কোম্পানিটি
 
নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক কর্মকা- সম্প্রসারণের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি
 
বর্তমানে এ কোম্পানির ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধন ও ৮৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৮ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে
 
যার প্রতিটি অভিহিত দর ১০ টাকা ও মার্কেট লট ২০০টিকোম্পানির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন মতে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা ১১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৯ পয়সা
========================== 
The Executive Committee of the National Economic Council (ECNEC) Tuesday approved four development projects involving some Tk 23,608 crore, including a major one titled third primary education development project that alone costs Tk 22,197 crore.

The approval came from a meeting of the ECNEC in the NEC conference room in city’s Sher-e-Banglanagar area with Prime Minister Sheikh Hasina in the chair.

Of the total amount of funds, government will finance Tk 19,181 crore and the rest of the money, Tk 4,427 crore, will come from project aid.

Some Tk 18,809 will be financed by the government and the remaining Tk 3,388 come from project aid in the largest project--the primary education development project.

Planning Secretary Manjur Hossain, after the meeting, told journalists, “The project would be executed within the time from July 2011 to June 2016.”

The other endorsed projects are: strengthening governance management project under internal resources division (Tk 79 crore), urban area development project of local government department (Tk 1,305 crore) and solar home systems and solar irrigation pump project of power division (Tk 27 crore).

The planning secretary also informed that the meeting warned officials concerned of the project of education development for Chittagng University as there were found “irregularities”.

 

Blog Archive