(১৬২৪) আই টি সেক্টর...২।Google's Chrome operating system

Monday, June 20, 2011 Unknown
শেয়ারবাজার :::: সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী বাজেটে তথ্য-প্রযুক্তির অগ্রাধিকার দেওয়া হয়নি এবারের বাজেটে জাতীয় আইসিটি নীতিমালা বাস্তবায়নের প্রতিফলনও নেই গতকাল বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্টরা মতপ্রকাশ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, মহাসচিব মজিবুর রহমান স্বপন, সহসভাপতি কাজী আশরাফুল আলম, বেসিস সভাপতি মাহবুব জামান, সাধারণ সম্পাদক ফোরকান বিন কাসেম, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক এম হাকিম, সহসভাপতি সুমন আহমেদ সাবিরসহ তিনটি সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, বাজেটে সফ্টওয়্যার আইসিটি খাতের কর অব্যাহতি সুবিধা ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সুবিধা জাতীয় আইসিটি নীতিমালার আলোকে ২০১৮ পর্যন্ত বৃদ্ধি করা উচিত আইসিটি নীতিমালায় ৩০৬টি অ্যাকশন আইটেম আছে বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাকশন আইটেমের মধ্যে ১৫৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আইসিটি শিল্প উন্নয়ন ফান্ড গঠনের জন্য প্রয়োজনীয় ৭০০ কোটি টাকার ১০ শতাংশ অর্থাৎ ৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব তথ্য-প্রযুক্তির বিভিন্ন সংগঠন করলেও বাজেটে বিষয়ে কোনো বরাদ্দ রাখা হয়নি জাতীয় আইসিটি নীতিমালার ১০০ নম্বর অ্যাকশন আইটেমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে -গভর্নেন্স কার্যক্রম বাস্তবায়নের জন্য উন্নয়ন বাজেটের শতাংশ রাজস্ব বাজেটের শতাংশ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হলেও বাজেটে কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি ছাড়াও মূল্যসংযোজন কর বা ভ্যাটের জন্য ৭৮টি সেবার ওপর নির্দিষ্ট কোড থাকলেও বাজেটে সফ্টওয়্যার আইটিইএসের জন্য কোনো কোড দেওয়া হয়নি
একই সঙ্গে নীতিমালার ১৫৮ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আইসিটি শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হলেও ব্যাপারে কোনো বাজেট বরাদ্দ করা হয়নি এবারের বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার না করে ফাইবার অপটিক কেব্লের ওপর শুল্কহার শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে, যা সারা দেশে ইন্টারনেট প্রযুক্তি সম্প্রসারণে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে
===================================================
The first laptop running Google's Chrome operating system has gone on sale in the United States.
The Samsung machine replaces installed software with browser-based apps which store files online.
Google claims that the technology enables a new way of computing, removing the need for features such as anti-virus software or optical drives.
However, many applications available for Windows, Mac and Linux do not yet exist for Chrome.
The Chromebook is available in WiFi only and WiFi and 3G models for $429 (£266) and $499 (£310) respectively.
It is expected to sell for between £349 and £399 when launched in the UK in August.
A second Chromebook, made by Acer is due to start shipping soon.
Sundar Pichai, senior vice president for Chrome, said at the launch last month: "Most people spend all their time on the web, and for the first time we have distilled the entire computing experience to be about nothing but the web.
"End-to-end, I think your computing experience will be far simpler, safer and faster."
Some early reviews of Google's Chrome OS have criticised the system for its poor usability when offline.

Blog Archive