(১৫৮২) ব্যবসা সরকারের জন্য নয় + Dhaka and Chittagong bourses made the pleas

Sunday, June 12, 2011 Unknown

শেয়ারবাজার :::: আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্টক এঙ্চেঞ্জের সদস্যদের লেনদেনের ওপর .১০ শতাংশ করারোপের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান সিএসইর সভাপতি ফখর উদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার দাবি জানান
গতকাল শনিবার ঢাকার কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আহমেদ দাবি জানান তিনি বলেন, ব্যবসা সরকারের জন্য নয় তাই তিনি ব্যবসায়ীদের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে সরকারকে নিয়ন্ত্রকের ভূমিকা পালনের আহ্বান জানান টাকার সর্বোত্তম ব্যবহারে ট্রেজারি বন্ডের পাশাপাশি অন্য কম্পানিগুলোয় বিনিয়োগের সুযোগ রাখার দাবি জানান তিনি তিনি বলনে, গত দুই বছর ধরে স্টক এঙ্চেঞ্জের সদস্যদের উৎসে কর দ্বিগুণ হারে বৃদ্ধি করা হচ্ছে এভাবে করের হার বাড়তে থাকলে বিনিয়োগকারীদের টিকে থাকা কঠিন হবে সম্প্রতি বাজার ধসের পর ব্যবসার পরিসর অনেক ছোট হয়েছে এর পরও যদি করের বোঝা বিনিয়োগকারীদের মাথায় নিতে হয়, তবে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন তাই এই কর .০২৫ শতাংশে নামিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি
সিএসই সভাপতির মতে, এরই মধ্যে সরকার সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন করেছে অবস্থায় শেয়ার সরবরাহ তারল্য বৃদ্ধি পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে শেয়ার সরবরাহ এবং তারল্য বৃদ্ধির কোনো প্রস্তাবনা নেই তাই সরকারকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে পুঁজিবাজারের তারল্যের বিষয়টি বিবেচনায় রাখতে হবে
সংবাদ সম্মলেনে ফখর উদ্দিন আলী আহমেদ পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে একটি সময়সীমা ঘোষণার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান



Bourses urge govt to reverse tax plan for brokers



Stock exchanges yesterday urged the government to reconsider its proposal of doubling tax on brokerage commission, saying that the bourses will benefit from the existing rate in the long run.
They also urged allowing money whitening through the stockmarket, which is now facing a severe liquidity crisis.
The Dhaka and Chittagong bourses made the pleas at two separate press briefings on the proposed budget.
Finance Minister AMA Muhith proposed doubling the tax deductible at source for brokerage commission of the stockbrokers to 0.10 percent.
“After the market debacle, it has become difficult for the members [stockbrokers] to survive as their business volume has been downsized to a great extent,” said Fakhor Uddin Ali Ahmed, president of Chittagong Stock Exchange.
Besides, he said many of the members of the stock exchange during the last two years have increased their capacity and modernised business to provide efficient service to their clients [investors]. “As a result, their cost of doing business has gone up manifold,” he said.
Moreover, Ahmed said, the brokerage commission is ultimately borne by the investors. Since the members pay tax on the turnover irrespective of their profit or loss, their tax burden is multiplying with the transaction volume, he said.
“Our appeal to the government is re-consideration of the proposal and re-fixing the rate at 0.025 percent,” he said, adding that this would help increase the total trade volume and consequent tax collection of the government.
The Dhaka Stock Exchange, however, favoured continuation of the existing tax rate of 0.05 percent.
“It is not true that increase in tax rate on brokerage commission will raise the government's revenue. Rather, increased tax will create extra burden on investors, transaction volume will be reduced and the government will lose revenue,” said Shakil Rizvi, president of the DSE.
He said withdrawal of tax rebate provision for individual investment in shares and debentures would encourage individuals to invest in unproductive sectors.
“For this, liquidity flow into the secondary market may see a downslide.”
Presently, investors enjoy a 10 percent tax rebate for their investment in shares or debentures.
The working capital that is raised by companies through the stockmarket is directly used for industrialisation or business expansion, meaning productive sectors, explained Ahsanul Islam, senior vice-president of DSE.
About the correlation between money market and stockmarket, he said: “If the money market lacks liquidity, the same will happen in the stockmarket too.”
The government should keep the money whitening provision for the stockmarket too. “It will increase the liquidity flow in the market.”
The bourses also asked the government to collect fund from the stockmarket to finance the projects under public-private partnership and to take necessary steps for offloading state-owned enterprises' shares.

Blog Archive