(১৪১৪) ১৮০ কোটি ডলার দেবে

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নে আগামী পাঁচ বছরে ১৮০ কোটি মার্কিন ডলার অনুদান দেবে জাতিসংঘ

বুধবার অর্থ মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়ালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়ে একটি চুক্তি সই করেন

সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট অ্যাসিসট্যানস ফ্রেমওয়ার্ক (২০১২-২০১৬)-এর আওতায় মোট সাতটি খাতে উন্নয়নের জন্য অর্থ সহায়তা দেবে জাতিসংঘ

ইআরডি সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতটি খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২০০৫ সালে প্রথম সহায়তা দেয় জাতিসংঘ তখন এর আওতায় ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ১২০ কোটি ডলার দেওয়া হয় পরবর্তীতে ওই সহায়তা বাস্তবায়নের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০১১ সাল পর্যন্ত করা হয়

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় জাতিসংঘের ২২টি সংস্থা সরকারকে আর্থিক কারিগরী সহায়তা দেবে

Blog Archive