(৭৩৭) অভিযোগ সোমবারেই উঠেছিল

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওতে না থাকার পরও একটি কোম্পানির শেয়ার বিক্রি করার (শর্ট সেল) অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে গত সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অভিযোগ উঠলে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিত করে
ওই হাউসের গ্রাহকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে গ্রাহকদের দেওয়া ঋণ সমন্বয়ের জন্য চাপ প্রয়োগ করে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) করে আসছিল ছাড়া তাঁরা দ্বৈত বিক্রিরও (ডাবল সেল) অভিযোগ আনেন একপর্যায়ে বিনিয়োগকারীদের প্রতিবাদের মুখে ব্রোকারেজ হাউসটি মতিঝিলের মূল কার্যালয়ে ফোর্সড সেল না করে বনানীর শাখা কার্যালয় থেকে ফোর্সড সেল শুরু করতে গিয়েই শর্ট সেল সমস্যার মুখোমুখি হয় বলে অভিযোগ বিনিয়োগকারীদের
হ্যাক সিকিউরিটিজের মহাব্যবস্থাপক মো. জিকরুল হক শর্ট সেলের কারণে লেনদেন বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ফোর্সড সেল সম্পর্কে কোনো মন্তব্য করেননি

Blog Archive