(৮৬৫) আপনাদের সব প্রশ্নের জবাব আমি দেব

Sunday, May 15, 2011 Unknown
শেয়ারবাজার :::: নতুন চেয়ারম্যান আহ্বান জানান- "আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি, যাতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে পুঁজিবাজার দেশের অর্থনীতির ভিত মজবুত করতে সহায়ক হয়ে ওঠে"

বিনিয়োগকারীদের 'বুঝে-শুনে' বিনিয়োগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "আপনারা প্রতারিত হবেন না স্থিতিশীল পুঁজিবাজার যাতে মৌলভিত্তির ওপরে থাকে, আমরা সেই চেষ্টাই করব"

. খায়রুল প্রতিশ্র"তি দেন, তার অধীনে এসইসি নীতিমালা মেনেই কাজ করবে কোথাও কোনো জটিলতা থাকলে সরকারের সঙ্গে আলোচনা করে সংস্কার করা হবে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অধ্যাপক বলেন, "এখানে অনেক চ্যালেঞ্জ আছে, সেসব আমি জানি আমাকে স্টাডি করতে দিন আপনাদের সব প্রশ্নের জবাব আমি দেব"

সংবাদ সম্মেলনে খায়রুল হোসেন জানান, এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তাকে রোববার সকালে টেলিফোনে জানানো হয় আর নিয়োগপত্র পাঠানো হয় ফ্যাক্সে এরপর তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন

Blog Archive