(৬১৫) শিরোনাম হীন

Wednesday, May 04, 2011 Unknown
শেয়ারবাজার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের কাজ শুরু হয়েছে উল্টো পথে পুঁজিবাজার তদন্ত কমিটি এসইসির চেয়ারম্যানকে সবার আগে সরিয়ে পুনর্গঠনের সুপারিশ করেছিল কিন্তু সরকার কাজটি শুরু করেছে সদস্যদের দিয়ে, যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্ত প্রতিবেদনে নেই
এদিকে বাজার-কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা এমন একজনকে নিয়ন্ত্রক সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগের কাজটি প্রায় চূড়ান্ত করেছিলেন, যাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এবং বঙ্গবন্ধুর খুনিদের লালনকারী হিসেবে লিখিত প্রতিবেদন রয়েছে এর ফলে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও পিছিয়ে গেল
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার এসইসির সদস্য মো. ইয়াছিন আলীকে পদত্যাগের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে সচিবালয়ে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ইয়াছিন আলীর আজ বুধবার অন্য সদস্য মো. আনিসুজ্জামানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে সচিবের
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল কমিটির মতে, তাঁরা বাজারে প্রভাব বিস্তার করেন এবং তাতে বাজার ক্ষতিগ্রস্ত হয় সূত্রমতে, তদন্ত কমিটি সতর্ক করার পরও তাঁরাই নিয়োগসহ নানা বিষয়ে প্রভাব বিস্তার করছেন
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইপিডিসি) একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে এসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রায় চূড়ান্ত করা হয়েছিল অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংক্রান্ত ফাইল পাঠানো হয় অনাপত্তিপত্র দেয় বিভিন্ন সংস্থা তবে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা নামটি প্রচার করায় নিয়ে সমালোচনা হওয়ায় অর্থ মন্ত্রণালয় মতামত চায় বাংলাদেশ ব্যাংকের কাছে
গত সোমবার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক মতামত পাঠায় অর্থ মন্ত্রণালয়ে সঙ্গে পাঠায় আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ওই ব্যক্তির নানা অনিয়ম-দুর্নীতি সম্পর্কে দুটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনমতে, আলোচিত ব্যক্তি জাতির পিতার খুনিদের লালনকারী আইপিডিসিতে থাকাকালে তিনি বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন আইন লঙ্ঘন করে তিনি ঋণ বিতরণ এবং ব্যক্তিবিশেষের স্বার্থে তিনি এমনকি কোম্পানির সংঘস্মারক পরিবর্তন করেছেন
এদিকে গতকাল এসইসির সদস্য ইয়াছিন আলীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, ‘এসইসির চেয়ারম্যান নিয়োগের বিষয়টিতে আরও কিছু দিন সময় লাগবে।’ নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে সচিব বলেন, ‘অর্থমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত কিছু হওয়ার সম্ভাবনা কম।’
বৈঠকের পর ইয়াছিন আলী সাংবাদিকদের জানান, সচিবের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে সরকার চাইলে যেকোনো মূহূর্তে পদত্যাগ করতে তিনি প্রস্তুত
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ইয়াছিন আলী গত দুই বছরে এসইসির বিভিন্ন সভায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুঁজিবাজার বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী বিভিন্ন সিদ্ধান্তে যেসব আপত্তি জানিয়েছিলেন, তার লিখিত বিবরণী দিয়েছেন এসব কারণে কারসাজিকারীদের বিরাগভাজন হয়েছিলেন তিনি তাঁরাই প্রথম সুযোগে অভিযোগহীন দুই সদস্যের পদত্যাগ নিশ্চিত করছেন বলে সূত্রগুলো মনে করছে



 The Tk 5,000 crore ‘Bangladesh Fund’ designed to prop up the stock market from a recurrent downslide is likely to penetrate the market within one or two trading days.

“The fund begins entering into the stock market from Wednesday or Thursday as the strategy for investing the fund was finalized,” said M Fayequzzaman, Managing Director of the Investment Corporation of Bangladesh (ICB), Tuesday.

According to the strategy, the fund would be invested in shares with strong fundamentals and PE (Price Earning) ratio under 20, he said.

After receiving the certified copy of the registration from the office of sub-registrar Tuesday, the copy along with a fee worth Tk 10 crore and necessary papers was sent to the Securities and Exchange Commission (SEC), said Fayequzzaman.

Although funds from the Fund would be invested in the market as per Mutual Fund regulations, a strategic policy would also be followed as the Fund is huge of its kind, he added.

Work for investing Tk 1500 crore from the Fund will begin in the first phase, sources said.

Earlier on April 28, the ‘Bangladesh Fund’, meant for buttressing the falling stock market, was registered by the Investment Corporation of Bangladesh (ICB) along with chiefs of other sponsor institutions.

ICB Asset Management Company Ltd is the manager of the fund, while ICB Capital Management Company Ltd is the custodian and Trustee.

On April 18, the Securities and Exchange Commission endorsed the fund meant for spurring the buying and selling of shares as part of bailout measures for stabilizing the share market, reeling from the worst-ever shocks.

Of the funds, Tk 1500 crore would be invested in the capital market through IPO (Initial Public Offering) in the first phase. With Tk 100 face value the market lot of the fund would be 1000 in unit, he added.

The state-run investment outfit and seven other state-owned financial institutions on March 6 announced the decision to create the syndicated fund.

The seven other SoEs are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, Bangladesh Development Bank, Sadharan Bima Corporation and Jibon Bima Corporation.

Blog Archive