(৬০২) গ্রামীণফোন লিমিটেড’

Monday, May 02, 2011 Unknown
শেয়ারবাজার দেশের বৃহত্তম সেলফোন অপারেটর প্রতিষ্ঠানগ্রামীণফোন লিমিটেড’ ২০১১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাজার ৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে

গ্রামীণব্যাংকের এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৬৩ কোটি টাকা বেশি
এছাড়া ২০১০ সালের শেষ তিন মাসের চেয়েও এই আয় ১০৯ কোটি বেশি

সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে (অধুনালুপ্ত শেরাটন) ‘গ্রামীণফোনের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসি

গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়েস, ডাটা আন্ত:সংযোগ ট্রাফিকে প্রবৃদ্ধি এবং মোবাইল ডিভাইস বিক্রয় থেকে অর্জিত রাজস্ব আয়ের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানান শামসি

তিনি বলেন, ‘প্রথম প্রান্তিকের রাজস্ব আয় ২০১০ এর একই সময়ের শতকরা ২১ দশমিক ভাগ বেশি এবং ২০১০ সালের শেষ তিন মাসের শতকরা দশমিক ভাগ।’

২০১১ এর প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক আধুনিকায়ন এবং ধারণক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ২০৬ কোটি টাকা বিনিয়োগ করেছে জানিয়ে শামসি বলেন, প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণফোন ১৬ হাজার কোটি টাকার বেশী বিনিয়োগ করেছে এবং সরকারি কোষাগারে জমা দিয়েছে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা

সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে গ্রামীণফোন পরিবারে আরো যোগ দিয়েছেন ২০ লাখ গ্রাহক ফলে গ্রাহক সংখ্যা পৌঁছেছে কোটি ২০ লাখের কাছাকাছি যা দেশের মোট গ্রাহকের শতকরা ৪৩ দশমিক ভাগ

সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়কর প্রদানের পর ২০১০ এর প্রথম প্রান্তিকের শতকরা ১৮ দশমিক ভাগ মার্জিনসহ ৩১৬ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১১ এর একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ১৩ দশমিক ভাগ মার্জিনসহ ২৮৭ কোটি টাকা

রাজস্ব আয় বাড়লেও প্রধানত ব্যাপক ভর্তুকি দেওয়ায় মার্জিন হ্রাস পেয়েছে জানিয়ে গ্রামীণফোন কর্তপক্ষ জানায়, ‘ বছরের প্রথম প্রান্তিকে ভর্তুকি দেওয়া হয়েছে ২০৯ কোটি টাকা যেখানে ২০১০ এর এই সময়ে ভর্তুকি দেওয়া হয়েছিল ৮১ কোটি টাকা

একইভাবে গত বছরের প্রথম প্রান্তিকের শতকরা ৫৫ দশমিক ভাগ এর তুলনায় বছরের প্রথম প্রান্তিকে ঊইওঞউঅ মার্জিন কমে শতকরা ৪৭ দশমিক ভাগ হয়েছে এরফলে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে দশমিক ১২ টাকা

যা গত বছরের একই সময়ে ছিল দশমিক ৩৪ টাকা

বিটিআরসি’র দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালা নিয়ে ৪টি মোবাইল কোম্পানির আলোচনা হচ্ছে জানিয়ে শামসি বলেন, ‘টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক ফি ধার্য করা হবে।’

The Banking Division of the finance ministry has recommended 11 steps to the government as measures to curb stockmarket manipulation.
The recommendations were based on a review of a report submitted by a stockmarket probe committee.
According to the Banking Division, a law should be in place to regulate the issue of preference shares of listed companies.
The Banking Division claimed that Dhaka and Chittagong stock exchanges provided price-sensitive information to different companies and have political persons at the helm.
The division found a lack of coordination between bourses and the Securities and Exchange Commission. The bourses did not de-list companies which were out of operation, nor did they complete demutualisation, it said.
The Public Issue Rules 2006, meant for listed companies, were in contradiction with the goals and objectives of the SEC, it was found.
The price upward trend of the capital market was fuelled by some unethical investors: One investor, Golam Mustafa, for instance, placed buying orders at high prices only to cancel them minutes later. And he had bought shares from other brokerage houses, while he sold through other beneficiary accounts and offered “most unfavourable prices” to manipulate the market, the Banking Division pointed out.
The government should find out the investors who went for big selling from December 10 to January 11, it suggested.
In line with the report, the Banking Division asked the government to investigate the unusual price hike of Chittagong Vegetables that gained 251 percent in 2009 and 4,148 percent in 2010.
The division also asked the government to probe the unusual price hikes of Beach Hatchery, Aftab Automobiles, Safko Spinning Mills, Orion Infusion, Padma Cement, Bextex, CMC Kamal, BD Welding and Singer BD; and Z-category companies, non-operational companies and some fabricated accounts.
The government should also reform the securities law on issuing of rights shares of listed companies, it said.

Blog Archive