Positive
সিদ্ধান্ত-১ : পূর্বের ১:১ হারের পরিবর্তে ১:১.৫ হারে ঋণ প্রদান করতে পারবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।
সিদ্ধান্ত-২ : একই সাথে ঋণ প্রদানে শেয়ারের সম্পদ মূল্য বিবেচনার পদ্ধতিও স্থগিত করা হয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে স্পট মার্কেটে থাকা ম্যারিকো ও গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার লেনদেন মূল মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহি পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, সোমবার থেকেই এসইসির নেয়া সিদ্ধান্ত কার্যকর হবে।
>>> ব্যাংক এর জন্য আরো একটি ভাল খবর