মার্জিনঋণের নতুন অনুপাত নির্ধারণ করেছে ১:১।

Monday, December 13, 2010 Unknown
মাত্র তিন সপ্তাহের মাথায় আবারও পরিবর্তন আনা হলো মার্জিনঋণের সুবিধায় গত সপ্তাহের ব্যাপক দরপতন আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রেকর্ডপরিমাণ সূচকের পতনের পরপরই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত
সোমবার এসইসি মার্জিনঋণের নতুন অনুপাত নির্ধারণ করেছে : সুবিধা আজ থেকেই কার্যকর করা হয়েছে এর আগে গত ২১ নভেম্বর অনুপাত অর্ধেকে (:.) নামিয়ে আনা হয়েছিল
পুঁজিবাজারের দরপতন ঠেকাতেই মার্জিনঋণের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে
তবে সকালে ব্যাপারে এসইসির কেউ মুখ না খুললেও বিভিন্ন ব্রোকারেজ হাউজ বিষয়টি নিশ্চিত করে রশিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ রশিদ লালী বাংলানিউজকে বলেন,‘ সকালেই এসইসি আমাদের মার্জিনঋণ বাড়ানোর কথা জানিয়েছে সুবিধা এরইমধ্যে কার্যকর করা হয়েছে।’
দুপুর ১২টার দিকে এসইসির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান, পুঁজিবাজারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে এসইসির বাজার পর্যালোচনা কমিটি মার্জিনঋণ বাড়ানোর সিদ্ধা নিয়েছে
source

Blog Archive